ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক : জয়পুরহাট সদরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ছেলেকে গ্রেফতার করেছে।
পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, জয়পুরহাট সদর উপজেলার কোমরগ্রাম পশ্চিমপাড়া গ্রামে রোববার ইফতারের আগে বাড়ির উঠানে চুলা থেকে ছাই তোলা নিয়ে শ্বাশুড়ি ছুফিয়া বেগম ও ছেলের বৌ মেনুকা বেগমের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ছেলে উজ্জল চৌধুরী রাগন্বিত হয়ে মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে।

ইটের আঘাতে মা ছুফিয়া বেগম মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর আহত মাকে স্থানিয়রা উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। এখানে অবস্থার অবনতি হলে বগুড়া শজিমেক হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে ছুফিয়া বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েন।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান, মৃত্যুর খবর শুনে ছেলে উজ্জল চৌধুরী পালানোর চেষ্টা করলে কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের শালবন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যপারে নিহতের ভাই মুজিবর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।