চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হিরন চৌধুরী (৫০) নামের এক অটোচালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে একটি ছিনতাইকারী চক্র।

সোমবার সকালে আখাউড়া-আনোয়ারপুর সড়কের পাশে খালাজোড়া বিল এলাকার একটি ধানের জমি থেকে হিরনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত হিরন উপজেলার উত্তর ইউনিয়নের রামধনগর গ্রামের মৃত আব্দুল হেকিম চৌধুরীর ছেলে।

আখাউড়া থানার ওসি মিজানুর রহমান জানান, খালাজোড়া এলাকায় ধানের জমিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর কেউ তার অটোরিকশা ছিনতাই করেছে।