ফেন্সিডিলসহ দুই কথিত সাংবাদিক আটক

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২১

নিজস্ব প্রতিবেদক : নওগাঁর ধামইরহাটে ফেন্সিডিলসহ মাহাবুব আলম রানা (২৮) ও সঞ্জয় কুমার দাশ জয় (২৭) নামে দুই কথিত সাংবাদিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ধামইরহাট উপজেলায় রুপনারায়ণপুর থেকে দুই বোতল ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃত মাহাবুব আলম (রানা) নিজেকে দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে পরিচয় দেন। তিনি নওগাঁ সদর উপজেলার লাটাপাড়া মহল্লার আবুল মাস্টারের ছেলে। অপরদিকে সঞ্জয় কুমার দাশ (জয়) নিজেকে বিবিসিনিউজ২৪ ডটকম-এর নওগাঁ জেলা প্রতিনিধি পরিচয় দিয়ে আসছিলেন। তিনি নওগাঁ সদরের হাট-নওগাঁর সমরেশ কুমার দাশের ছেলে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন জানান, মাহবুব আলম রানা একজন মাদকসেবী। নিজেকে একটি পত্রিকার স্টাফ রিপোর্টার পরিচয় দিয়ে মানুষকে বিভিন্নভাবে হয়রানি করতেন ও ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতেন। রানা ও সঞ্জয় সাংবাদিক পরিচয় দিয়ে নিয়মিত ধামুইরহাট ও পত্মীতলা উপজেলার বিভিন্ন স্থানে ফেন্সিডিল খাওয়ার জন্য আসতো এবং সাথে করে নিয়ে যেত। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে উপজেলার রূপনারায়ন থেকে শল্পী বাজারের দিকে আসার পথে ফেন্সিডিলসহ তাদের হাতে নাতে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা ইয়ামাহা ফ্রেজার ১৫০ সিসি একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মাদক মামলা দায়ের হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।

ওসি আরো বলেন, কথিত সাংবাদিক মাহবুব আলম রানার বিরুদ্ধে ছিনতাই ও মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর আগেও পুলিশ তাকে মাদকসহ আটক করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও ছিনতাইয়ের মামলায় রয়েছে। একাধিকবার জেলও খেটেছেন তিনি।