ধর্মপাশায় প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১

চয়ন কান্তি দাস,ধর্মপাশা প্রতিনিধি : আর্ন এন্ড লিভ’র প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদা ইয়াসমিন জেসির সহযোগিতায় সুনামগঞ্জের ধর্মপাশায় দুস্থ্য ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল এগারোটায় উকিলপাড়া চৌরাস্তা মোড়ে ৫০ জন দুস্থ্য ও প্রতিবন্ধীর মাঝে কম্বল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ধর্মপাশা সদর ইউপির ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবুল কাশেমের পরিচালনায় এতে বক্তব্য দেন, ধর্মপাশা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, অ্যাড. সাইফুল ইসলাম চৌধুরী কামাল, ফারুক আহমেদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আলেয়া আক্তার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন সোহাগ, সেন্টু আহমেদ পটল, হাফিজুল হক, শাহ আলম পিন্স প্রমুখ।