আজমিরীগঞ্জে অবৈধ পন্হায় মাটি উত্তোলনের দায়ে একজনের করাদণ্ড

প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

অনলাইন ডেস্ক : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় অবৈধ পন্থায় এক্সেভেটরের মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ইন্দ্রজিৎ দাস (৪০) নামে এক ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। দন্ডিত ব্যক্তি উপজেলার বদলপুর ইউনিয়রনর বদলপুর গ্রামের সুরেশ দাসের পুত্র।
শুক্রবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে অভিযানে ছালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।

স্থানীয়সুত্রে জানাযায়, প্রতিদিন রাতের আধাঁরে আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে এক্সেভেটর মেশিনদ্বারা সরকারি অনুমতি ছাড়াই অবৈধ পন্থায় বালু বা মাটি উত্তোলন করে আসছে এলাকার একাধিক অসাধুচক্র শুক্রবার গভির রাতে বদলপুর ঝিলুয়া রস্তোর পাশে মাটি উত্তোলন করার সময় উপজেলা প্রশাসন অভিযান ছালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস যাযাদিকে বলেন, বালু ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে রাতের আধাঁরে মাটি উত্তোলন করায় ইন্দ্রজিৎ দাসকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এ ধরনের aঅভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।