তাহিরপুরে সজীব ওয়াজেদ জয় পরিষদের কমিটি গঠন

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০

রাহাদ হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩ নং বড়দল দক্ষিন ইউনিয়ন শাখায় আগামী তিন মাস মিয়াদ উল্লেখ করে সজীব ওয়াজেদ জয় পরিষদ কমিটি ঘোষণা করা হয়েছে। তাহিরপুর উপজেলা সজীব ওয়াজেদ জয় পরিষদের আহবায়ক আবুজাহান ও উপজেলা যুগ্ন আহবায়ক তোফাজ্জল হোসেনের এক সাক্ষরিত পত্রে ২৩ জানুয়ারী রোজ বুধবার ২১ সদস্য বিশিষ্ট কমিটির আনুমোদন দেয়া হয়েছে।

কমিটির সদস্য বৃন্দরা হলেন,সভাপতি আবু সায়েম,সিনিয়র সহ-সভাপতি ওবায়দুর রহমান।সহ-সভাপতি পদে,আখলাতুল হাসান জিহাদ,হিরন আহমদ নিপুন,তাজুল ইসলাম।সাধারন সম্পাদক নাঈমুর রহমান।

যুগ্মসাধারন সম্পাদক পদে,ইমরান হোসেন,রিয়াদ আহমেদ,নাবিল হোসেন।সাংঠনিক সম্পাদক পদে,সাব্বির আহমেদ,হিমেল,তাসকিরুল হাসান প্রভা। সাধারণ সদস্য পদে,বাচ্ছু মিয়া,আজহারুল,আসিকুল,কাউছার,জসিম আহমেদ,মোবাশির আহমেদ,কাউছার আহমেদ,ডালিম মিয়া,ইসমাইল হোসাইন।