মাদক সম্রাট গিটু মিঠুন মোহাম্মদপুরে গ্রেফতার

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুর থেকে ওয়ারেন্ট ভুক্ত আসামি মাদক সম্রাট মিঠুন ওরফে গিটু মিঠুনকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদপুর থানাধীন কৃষি মার্কেট এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-২।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ৬টি মাদক মামলা ও ২ মারামারি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে রাজধানীর ঢাকার আশেপাশে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো। এছাড়া মিঠুন ওরফে গিটু মিঠুন এলাকায় বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।