সঙ্কটাপন্ন করোনা রোগীদের জন্য আইসিইউ পর্যায়ের ৭৮০ বেড চালু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১ স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীদের চিকিৎসায় রাজধানীসহ সারাদেশে ৭৮০টি আইসিইউ পর্যায়ের বেড চালু করেছে সরকার। সরকারি বিভিন্ন হাসপাতালে ৩৫৫টি ও বেসরকারি পর্য়ায়ে ৪২৫টি এ ধরনের বেড চালু করা হয়েছে। সাধারণ বেডের সঙ্গে হাই ফ্লো নেজাল ক্যানোলাযুক্ত ও অন্যান্য চিকিৎসাসুবিধা নিশ্চিত করে আইসিইউ পর্যায়ের বেড তৈরি করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদফতরের কর্মকর্তারা বলছেন, এ উদ্যোগের ফলে মুমূর্ষু রোগী যাদের আইসিইউ বেডের অভাবে অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরে বেড়াতে হচ্ছিল, তাদের ভোগান্তি কিছুটা হলেও কমেছে। বিভিন্ন হাসপাতালে আইসিইউ বেড না থাকলেও আইসিইউ পর্যায়ের বেডে রেখে হাইফ্লো নেজাল ক্যানোলাসহ নানাভাবে রোগীকে সুচিকিৎসা দেয়া হচ্ছে। সারাদেশে করোনা হাসপাতালের সার্বিক পরিসংখ্যান দেখা গেছে, বর্তমানে সারাদেশে করোনা রোগীদের জন্য ১০ হাজার ৭০৮টি শয্যা রয়েছে। এরমধ্যে রোগী ভর্তি রয়েছে পাঁচ হাজার ৫০৫ জন। আর খালি রয়েছে পাঁচ হাজার ১১২টি শয্যা। সারাদেশে মোট আইসিইউ বেড সংখ্যা ৮২৫টিতে রোগী ভর্তি রয়েছে ৬৫২টি। অর্থাৎ ১৭৩টি খালি রয়েছে। Share this:FacebookX Related posts: ‘পদ্মা সেতু হলে এখানকার চেহারা পাল্টে যাবে’ যুক্তরাজ্য ও আয়রল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের এনআইডি নিবন্ধন শুরু করোনায় আরও ৫ মৃত্যু, নতুন শনাক্ত ৬৮৮ মন্ত্রিসভার বৈঠক বৃহস্পতিবার প্রতারক সাহেদের মামলা তদন্ত করবে র্যাব করোনায় নতুন মৃত্যু ৪১, শনাক্ত ৩০৫৭ বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৬ জামাত প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে স্বাস্থ্যের নতুন ডিজি প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি চলতি সপ্তাহে জননিরাপত্তার কথা ভেবেই লকডাউন দেওয়া হয়েছে : অর্থমন্ত্রী রিসোর্টে হামলা : মামুনুলসহ ৮৩ জনের নামে তিন মামলা শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ঘাতক সেই কার্গো জাহাজসহ আটক ১৪ SHARES Matched Content জাতীয় বিষয়: ৭৮০ বেড চালুআইসিইউ পর্যায়েরকরোনা রোগীদের জন্যসঙ্কটাপন্ন