টঙ্গীতে গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২১

স্টাফ রিপোর্টার : সোমবার টঙ্গীর মধ্য আউচপাড়া মোক্তারবাড়ি রোড, জনৈক ইতালি প্রবাসী আলী হোসেনের বাড়ি থেকে চারজনকে ২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এই অভিযানের নেতৃত্ব দেন, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম।

আটককৃত চারজন হলেন- শরিফুল ইসলাম (২২), শামীম মিয়া (২০), জাবের মিয়া (২৫), সোহাগ রানা (২১)।

গোপন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্ল্যার সহযোগিতায় রাত সাড়ে দশটায় বাড়িটির নীচতলার একটি ভাড়া করা রুমে উক্ত চারজনকে পাওয়া যায়।

তাদের দেয়া তথ্য মতে, খাটের নিচ থেকে ঘিয়া রংয়ের স্কচটেপ মোড়ানো ১৩ বান্ডেল পেকেট করা গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার এক প্রেসবিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা। ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনে করে পরবর্তীতে বলাকা বাস হয়ে টঙ্গী পশ্চিম থানাধীন হোসেন মার্কেটে এসে নামে।

এক প্রশ্নের জবাবে অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম আরো বলেন, অধিকতর তদন্তের স্বার্থে এর সাথে সংশ্লিষ্ট কারো নাম এখন বলা যাবে না এবং তাদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ১৯(গ)/৪১ ধারায় মামলা নং-০৭, রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।