যাত্রী সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১ নিজস্ব প্রতিবেদক ; গাজীপুরের কালীগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা চুরি-ছিনতায় চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে সকালে এ ব্যাপারে থানায় একটি মামলা (নং ৯) দায়ের হয়। গ্রেফতার এবং মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক। গ্রেফতারকৃতরা হলো- জেলার কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের উত্তরসোম গ্রামের নাজুক মিয়ার ছেলে নূর ইসলাম (২১), দক্ষিণসোম গ্রামের লোকমান হোসেনের ছেলে শাহাদত হোসেন (২০), একই জেলার গাজীপুর মেট্রোপলিটন পূবাইল থানাধীন তালটিয়া এলাকার সামসুদ্দিনের ছেলে তামিম হাসান (৩২), মনির হোসেনের ছেলে রুবেল হোসেন (৩০) মৃত মনতাজ উদ্দিনের ছেলে সালাম মিয়া (৪০)। মামলার বাদী ছাব্বির হোসেন বলেন, গত ১০ তারিখে রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার থেকে আমার অটোরিকশায় ৪ জন যাত্রী পার্শ্ববর্তী রূপগঞ্জ উপজেলার বেলদি যাওয়ার কথা বলে ২শ টাকা চুক্তিতে ভাড়া করেন। যাত্রী নিয়ে যাওয়ার পথে কালীগঞ্জ উপজেলার বর্তুল নামকস্থানে অটোরিকশা থামিয়ে প্রস্তাব করেতে গেলে ওই যাত্রী অটোরিকশা চুরি করে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে অটোরিকশাটি না পেয়ে গত ১১ জানুয়ারী সকালে ওই ৪ যাত্রীর নাম উল্লেখ করে নিজে বাদী হয়ে থানায় একটি অভিযোগ করি। মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালিত হয়। এতে প্রথমে এজাহারনামীয় ২ আসামী গ্রেফতার করা হয়। পরে তাদের জবানবন্দি অনুযায়ী ঘটনার সাথে জড়িত আরো ৩ জনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃত ৫ আসামীকে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। Share this:FacebookX Related posts: সালথায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার সাভারে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরি মামলার প্রধান আসামি গ্রেফতার পাকুন্দিয়ায় ইয়াবা ট্যাবলেট’সহ মাদক ব্যবসায়ী আটক ভৈরবে প্রায় ২৫ লক্ষ টাকার ইয়াবাসহ ২ মাদক ব্যাবসায়ী আটক কিশোরগঞ্জে পঞ্চাশ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি স্বর্ণের বারসহ আটক-১ মুক্তাগাছায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বিকাশের ফাঁদে পা দিলেই সর্বনাশ মাদারীপুরে লিবিয়ায় মানব পাচার চক্রের আরো দুই সদস্য গ্রেফতার সড়ক-মহাসড়কে চাঁঁদাবাজি, গ্রেফতার ১০৯ পুলিশ পরিচয়ে ছিনতাই, লাখ টাকাসহ আটক ৬ SHARES Matched Content অপরাধ বিষয়: অটোরিকশা ছিনতাইকারীগ্রেফতারচক্রের ৫ সদস্যযাত্রী সেজে