সালথায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরের সালথায় সাজাপ্রাপ্ত একাধিক মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের মোড়হাট গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হিমেল খান (৩০) মোড়হাট গ্রামের বাসিন্দা।

জানা গেছে, ২০১০ সালে গট্টি ইউনিয়নের রঘুয়ারকান্দি গ্রামের মো. মজিবুর মিয়ার মোটরসাইকেল চুরি করে হিমেল। এ ঘটনাকে কেন্দ্র করে কিছু দিন পর রাতের আধারে বাড়ি থেকে ডেকে নিয়ে মজিবুর মিয়াকে মোড়হাট চারঘাটা এলাকায় হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে হিমেলসহ তার সহযোগীরা।

এছাড়াও হিমেলের নামে একাধিক থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। হিমেল মোটরসাইকেল চুরির মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামি এবং মজিবুর মিয়া হত্যার চার্জশিটভুক্ত এক নম্বার পলাতক আসামি।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, হিমেল সঙ্গবদ্ধ ভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে বেড়ায়। মজিবুর মিয়া হত্যার পর পরই অস্ত্রসহ ফরিদপুরের র‍্যাব-৮ এর হাতে আটক হয়েছিলো সে। পরে জামিনে মুক্তি পেয়ে পলাতক থেকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।

সালথা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ জানান, পুলিশের কাছে তথ্য ছিলো সে গোপনে বাড়িতে অবস্থান করছে। তার বাড়ির চারদিকে প্রাচীর দিয়ে ঘেরা থাকার কারণে সহজ ধরা যায়নি তাকে। পরে চারিদিকে পুলিশ দিয়ে ঘেরাও করে তাকে গ্রেফতার করা হয়েছে।