ঈশ্বরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১ ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী পৌরসভার বর্তমান পৌর পরিষদের দায়িত্বভার হস্তান্তর ও গ্রহন অনুষ্ঠান মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী মেয়র আবুল কালাম আজাদ মিন্টু আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্বাচিত মেয়র ইছাহক আলী মালিথা এবং নবনির্বাচিত কাউন্সিলরদের নিকট দায়িত্ব হস্তান্তর করেছেন। সকাল ১১টায় পৌর চত্বরে আয়োজিত দায়িত্বভার হস্তান্তর ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর। বিদায়ী মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মঞ্জুর রহমান বিশ্বাস, পৌরসভার সচিব জহুরুল হক, প্রধান প্রকৌশলী আব্দুল আউয়াল, পাবনা জেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া, শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, কৃষক লীগ নেতা মুরাদ মালিথাসহ আ’লীগের সিনিয়র নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। কাউন্সিলরদের মধ্যে নবনির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ফরিদা ইয়াসমিন, রহিমা খাতুন, ফিরোজা বেগম, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেন, মনিরুল ইসলাম সাবু, জাহাঙ্গীর হোসেন, আমিনুল ইসলাম, ওয়াকিল আলম, আবুল হাসেম, আব্দুল লতিফ মিন্টু, আবু জাহিদ উজ্জ্বল, ইউসুফ আলী প্রধান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৬ জানুয়ারি ঈশ্বরদী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয় । ৮ ফেব্রুয়ারি নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ শপথ গ্রহণ করেন। Share this:FacebookX Related posts: শপথ নিলেন ঈশ্বরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলররা পৌরসভার ভোট নিয়ে ঈশ্বরদী আ.লীগের বিশেষ বর্ধিতসভা শপথ নিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নায়েব বিশ্বাস নন্দীগ্রাম পৌরসভার মেয়র হলেন আনিছুর রহমান চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে শফি আনসারী বিজয়ী মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন হেলাল এর বিশাল মোটরবাইক শোভা যাত্রা নওগাঁ-৬ উপ-নির্বাচনে আলোচনায় যারা পাবনা-৪ আসনের উপনির্বাচন তিনজন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল নওগাঁ-৬ উপ-নির্বাচনে পাঁচজনের মনোনয়ন জমা ইউনিয়ন পরিষদ থেকে সংসদের পথে আনোয়ার হোসেন হেলাল নওগাঁ-৬ আসনে উপ-নির্বাচন শেষ মুহুর্তে জমে উঠেছে উপনির্বাচনের প্রচার-প্রচারনা সুষ্ঠু ও স্বচ্ছ ভোটগ্রহণের স্বার্থে যা যা করার দরকার তা করা হবে-কবিতা খানম SHARES Matched Content দেশের খবর বিষয়: ঈশ্বরদীনবনির্বাচিতপৌরসভারমেয়র-কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ