বিয়ের ৬দিনের মাথায় বরের লাশ উদ্ধার

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০

অনলাইন ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় বিয়ের ৬ দিন পর গোয়ালঘর থেকে সাইফুল ইসলাম নামে (২৫) এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাইফুল ইসলাম (২৫) উপজেলার হাপুনিয়া কলোনি গ্রামের শাহ আলমের ছেলে।

বৃহস্পতিবার দুপুরের দিকে সাইফুল ইসলামের মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম মাত্র ৬ দিন আগে সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর এলাকার এক মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন। অন্যান্য দিনের ন্যায় বুধবার রাতের খাবার খেয়ে নবদম্পতি ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালের দিকে স্ত্রী ঘুম থেকে উঠে স্বামীকে ঘরের ভেতর দেখতে পাননি। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির গোয়ালঘরের ভেতর গলায় ফাঁস লাগানো অবস্থায় সাইফুলের ঝুলন্ত মৃতদেহ দেখে থানায় খবর দেন স্বজনরা।

শেরপুর থানার ওসি হুমায়ুন কবীর জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।