আব্দুল জলিল ছিলেন আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০ নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি : আব্দুল জলিল একজন ক্ষণজন্মা পুরুষ। তিনি ছিলেন আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী। তাঁর সুযোগ্য নেতৃত্বে আওয়ামী লীগ সঠিক পথনির্দেশনা পেয়েছিল। মঙ্গলবার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বরেণ্য এই রাজনীতিক ১৯৩৯ সালের ২১ জানুয়ারি নওগাঁয় জন্মগ্রহণ করেন। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে সকালে জেলা আওয়ামী লীগ, জেলা মহিলা লীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের চকপ্রাণ এলাকায় আব্দুল জলিলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এছাড়া দুপুরে জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দিন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন জুয়েলের নেতৃত্বে সাংবাদিকদের একাংশ আব্দুল জলিলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। আব্দুল জলিলের জন্মবার্ষিকী উপলক্ষে দুপুরে জেলা ছাত্রলীগের আয়োজনে নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক, সাধারণ সম্পাদক জালাল হোসেন, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আমানুজ্জামান শিউল প্রমুখ। সভায় বক্তারা বলেন, আব্দুল জলিল ছিলেন একজন ক্ষনজন্মা পুরুষ। একাত্তরে তাঁর নেতৃত্বে উত্তরবঙ্গে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। তিনি ছিলেন আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী। দুঃসময়ে দলের সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করে আওয়ামী লীগকে সুসংঠিত করেছিলেন তিনি। বিএনপি-জামাত অপশক্তি যখন দেশকে অস্থিতিশীল করেছিল সে সময় তাঁর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সঠিক পথনির্দেশনা পেয়েছিল। Share this:FacebookX Related posts: আত্রাইয়ে চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে ৯ ইউপি সদস্যের সংবাদ সম্মেলন জামায়াতের নায়েবে আমিরসহ ৯ সদস্য গ্রেফতার আত্রাইয়ে এক এসএসসি পরীক্ষার্থীনির পরীক্ষা অনিশ্চিত করোনা: বাইরে যাওয়া নিষেধ, স্ত্রী’ই নরসুন্দর! সেই অন্ধ বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও ছানাউল ইসলাম আত্রাইয়ে প্রশাসনের তদারকিতে টিসিবি পণ্য বিক্রয় আত্রাইয়ে কর্মহীনদের পাশে ‘মানবিক খাদ্য সহায়তা কেন্দ্র’ চাঁপাইনবাবগঞ্জে ২২৬ বস্তা সরকারি চাল মজুদের দায়ে আটক-৭ জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক রাণীনগরের ড্রাগন যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে বর্তমান স্বামীকে হত্যার অভিযোগে সাবেক স্বামী আটক অবশেষে শহীদ মিনার পেলো ঐতিহাসিক আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় SHARES Matched Content দেশের খবর বিষয়: আওয়ামী লীগআব্দুল জলিলদুঃসময়ের কান্ডারী