খেটে-খাওয়া মানুষের পাশে দাড়িয়েছেন আত্রাই থানা পুলিশ

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপে সমগ্রবিশ্ব ক্রান্তিকাল অতিক্রম করছে। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে ‘সামাজিক দূরত্ব’ বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নওগাঁর আত্রাই থানা পুলিশ।

এছাড়াও মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। বরাবরের মতো করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও খেটে-খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন।

বুধবার সকালে থানা চত্বরে নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান বিপিএম এর নিজস্ব তহবিল হতে প্রাথমিকভাবে ১০০ পবিবারের মাঝে ৭ কেজি চাল,২ কেজি আলু ,সাবান ১টি, ১ কেজি ডাল ও তেল ৫০০ গ্রাম করে খাদ্যসামগ্রী বিতরণ করেন ওসি মোসলেম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) গোলাম মোন্তফা, থানার সেকেন্ড অফিসার জালাল উদ্দিন,এস আই কামরুল ইসলাম, এস আই রুবেল, এস আই জাহাঙ্গীর, এস আই হাইদার আলী, এএসআই মামুন, ডিএসবি নুরুল ইসলাম, অধ্যক্ষ মাজেদুর রহমানসহ থানা স্টাফ উপস্থিত ছিলেন।