সাংবাদিকরা সমাজ ও জাতির বিবেক

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১
সাংবাদিকরা সমাজ ও জাতির বিবেক

নিজস্ব প্রতিবেদক : জয়পুরহাটে নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেছেন, সংবাদপত্র সমাজের দর্পণ হলে, সাংবাদিকরা হচ্ছেন সমাজ ও জাতির বিবেক।

সোমবার বেলা ১১ টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলার সাংবাদিকদের নিয়ে এক মিট দ্যা প্রেস তিনি এ কথা বলেন।

অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম ও অপারেশন) মো. তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে পুলিশ সদস্যরাও রক্ষা পাবে না বলে জানান তিনি।

তিনি বলেন, কোন প্রকার গুজবে কান দেওয়া যাবে না। পুলিশ সব সময় জনসাধারণের নিরাপত্তা বিধান করবে।

এ সময় পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সাংবাদিকদের পক্ষ থেকে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, সাধারণ সম্পাদক খ ম আব্দুর রহমান রনি, সিনিয়র সাংবাদিক মোস্তাকিম ফারারোখ, তপন কুমার খাঁ, আবু বকর সিদ্দিক, শাজাহান সিরাজ মিঠু , শাহাদুল ইসলাম সাজু, নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

জয়পুরহাট প্রেসক্লাবের সদস্যরাসহ জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকরা মিট দ্যা প্রেস অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মাছুম আহাম্মদ ভূঞা ১৮ মার্চ জয়পুরহাটে পুলিশ সুপার হিসাবে যোগদান করেন।