রাণীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক পুনঃনির্বাচিত

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০

অনলাইন ডেস্ক : নওগাঁর রাণীনগর উপজেলা প্রেস ক্লাবের তন্ময় ভৌমিক সভাপতি ও আব্দুল মালেক সাধারণ সম্পাদক পুণঃনির্বাচিত হয়েছেন। শনিবার বার্ষিকী সভায় সর্ব সম্মতিতে এক বছর মেয়াদি ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি তন্ময় ভৌমিকের সভাপতিত্বে প্রেস ক্লাবে বার্ষিকী সভা অনুষ্ঠিত হয়েছে।

গঠনকৃত কমিটির অন্যান্যেরা হলেন, সহ-সভাপতি আখেরুজ্জামান উজ্জ্বল, আব্দুল খালেক, গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক সুকুমল কুমার প্রামানিক ও তানভীর আহমেদ, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন চন্দ্র, কোষাধ্যক বুলেট হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল মতিন চৌধুরী, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম। কার্যকরী সদস্যরা হলেন, আওরঙ্গজেব হোসেন (রাব্বী), ছানোয়ার জাহান আল-মামুন, আব্দুর রহমান রাজু ও ফরহাদ হোসেন।