বাংলাদেশির লাশ ফেরতের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের জুড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক বাপ্পা মিয়ার লাশ ফেরত চেয়ে গ্রামবাসী ফুলতলা বিজিবি ক্যাম্পের সামনে বিক্ষোভ করেছে।

সোমবার সকালে গ্রামবাসী লাশ ফেরত চেয়ে এ বিক্ষোভ মিছিল করে। নিহত বাপ্পা মিয়া (৪০) ফুলতলা এলাকার আবদুর রউফের ছেলে।

জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, বাপ্পার মরদেহ দেশে ফেরত আনতে গ্রামবাসী বিজিবির কাছে দাবি জানিয়েছেন। যেহেতু দুই দেশের ব্যাপার সে কারণে আইনি পক্রিয়ার মাধ্যমে লাশ ফেরত আনতে হবে।

প্রসঙ্গত, গত শনিবার (১৯ মার্চ) ভোর ৪টার দিকে ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় কাঁটাতারের বেড়ার পাশে বাংলাদেশ অভ্যন্তরে বাপ্পার মরদেহ পাওয়া যায়।