মির্জাগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ,২ জনকে কুপিয়ে জখম

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২০

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে জমি-জমার বিরোধের জেরে লক্ষী কান্ত রায় (৭০) ও তার ছেলে প্রশান্ত (৩০) দুজনকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮ টায় উপজেলার দক্ষিণ কাকড়াবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত লক্ষী কান্ত রায় বলেন, একই গ্রামের রাখাল সরকারের সাথে একটি জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলোমান আছে। রাখাল আমার জমির পাশে থাকা তার একটি জমি বিক্রি করে জিনু মুন্সির ছেলে নাসিরের কাছে। কিন্তু নাসির গং তাদের সীমানা ভেঙে আমাদের জমির ভিতর ডুকে জোর পূর্বক ভোগদখল করে আসছিল। আমরা এর প্রতিবাদ করলে ওরা আমাদের উপর ক্ষিপ্ত ছিলো। বুধবার রাতে আমি ও আমার ছেলে স্থানিয় সিংবাড়ি বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্বের ক্ষিপ্ততার জের ধরে নাসির, সেলিম, আবু সালেহ ও কাবেদ গাজীসহ ৫/৭ মিলে এলোপাতাড়ি দা দিয়ে আমাদের কুপিয়ে জখম করে।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, মামলা প্রক্রিয়াধীন। যথাযথ আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।