গৌরীপুরে স্কুলছাত্রী ধর্ষিত

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০

কমল সরকার’গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নে ৭ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষনের খবর পাওয়া গেছে। এ ঘটনায় রবিবার (২৬ এপ্রিল) ভিকটিমের ডাক্তারী পরীক্ষা ও বিজ্ঞ আদালতে জবানবন্দির জন্য ময়মনসিংহ পাঠানো হয়।

ভিকটিম ও মামলা সূত্র জানা গেছে, ধর্ষিত স্কুল ছাত্রী শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৭টায় প্রকৃতির ডাকে সারা দিতে ঘর থেকে বাহির হলে ডৌহাখলা ইউনিয়নের চরঘোরামারা গ্রামের মোঃ নুর নবীর ছেলে মোঃ নাঈম মিয়া (১৯) জোরপূর্বক মেয়েটিকে ধরে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী মুরগীর খামারের ঘরের ভিতর নিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষিত ভিকটিম সাহেব কাছারী লেতুমন্ডল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ধর্ষিত বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন খান জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) ভিকটিমের ডাক্তারী পরীক্ষা ও বিজ্ঞ আদালতে জবানবন্দির জন্য পাঠানো হয়েছে। ধর্ষককে গ্রেফতারে জন্য জোর পুলিশী তৎপরতা চলছে।