নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পরিবার থেকেই সচেতন হতে হবে-ওসি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০ কমল সরকার,গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর থানার ওসি মোঃ বোরহান উদ্দিন বলেন, পরিবারের সদস্যদের দ্বারাই বিভিন্নভাবে অধিকাংশ নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটে। তাই এ নির্যাতন প্রতিরোধ করতে হলে প্রথমে প্রতিটি পরিবারের সদস্যদের সচেতন হতে হবে। শুধু পুলিশের দ্বারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সামাজিক প্রতিরোধ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) এ উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে গৌরীপুর থানার পুলিশ কর্তৃক আয়োজিত সমাবেশে তিনি এ কথাগুলো বলেন। ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সার্স মানবাধিকার সোসাইটির ময়মনসিংহ জেলা শাখার সভাপতি হায়দার আলম শাহীনের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মাঝে বক্তব্য দেন, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, সার্স মানবাধিকার সোসাইটির গৌরীপুর উপজেলার সভাপতি আশেকুর রহমান বাচ্চু, গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি,ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য মদিনা আক্তার, সামছুন নাহার বেবী, ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম, জান্নাতুল ফেরদৌসী প্রমুখ। মোঃ বোরহান উদ্দিন সাংবাদিকদের জানান, ‘মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতারথ এ স্লোগানে মুজিব বর্ষ উপলক্ষে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে গৌরীপুর থানার পুলিশের উদ্যোগে এ উপজেলার বিভিন্ন এলাকায় মানুষকে সচেতন করতে ধারাবাহিকভাবে সমাবেশের আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে থানা চত্বর, রামগোপালপুল ইউনিয়ন পরিষদ, ডৌহাখলা ইউনিয়ন পরিষদ ও ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদে এ বিষয়ে সমাবেশের আয়োজন করা হয়। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশের আয়োজন করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। Share this:FacebookX Related posts: তারাকান্দায় চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ,ধর্ষক আটক ধোবাউড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত গৌরীপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাবেশ গফরগাঁও’র চাঞ্চল্যকর ধর্ষণের পর নৃশংস হত্যা মামলার আসামি আটক গৌরীপুরে স্কুলছাত্রী ধর্ষিত ভালুকায় ধর্ষণের ভিডিও প্রকাশের অভিযোগে গ্রেফতার-২ ভালুকায় আদিবাসী নারীকে অপহরণ করে ধর্ষণ হালুয়াঘাটে দ্বারে দ্বারে ঘুরেও বিচার পাচ্ছেন না নির্যাতিতা অন্তসত্বা নারী ঈশ্বরগঞ্জের অপহৃত ছাত্রী গৌরীপুরে উদ্ধার গ্রেফতার-১ ৬মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন মামলা তুলে নিতে ধর্ষকের হুমকি গৌরীপুরে নারী শিক্ষককে যৌন হয়রানির অভিযোগে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মামলা সরিষাবাড়ীতে ধানক্ষেত থেকে নবজাতকের লাশ উদ্ধার SHARES Matched Content দেশের খবর বিষয়: