নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পরিবার থেকেই সচেতন হতে হবে-ওসি

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

কমল সরকার,গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর থানার ওসি মোঃ বোরহান উদ্দিন বলেন, পরিবারের সদস্যদের দ্বারাই বিভিন্নভাবে অধিকাংশ নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটে। তাই এ নির্যাতন প্রতিরোধ করতে হলে প্রথমে প্রতিটি পরিবারের সদস্যদের সচেতন হতে হবে। শুধু পুলিশের দ্বারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সামাজিক প্রতিরোধ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) এ উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে গৌরীপুর থানার পুলিশ কর্তৃক আয়োজিত সমাবেশে তিনি এ কথাগুলো বলেন।

ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সার্স মানবাধিকার সোসাইটির ময়মনসিংহ জেলা শাখার সভাপতি হায়দার আলম শাহীনের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মাঝে বক্তব্য দেন, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, সার্স মানবাধিকার সোসাইটির গৌরীপুর উপজেলার সভাপতি আশেকুর রহমান বাচ্চু, গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি,ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য মদিনা আক্তার, সামছুন নাহার বেবী, ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম, জান্নাতুল ফেরদৌসী প্রমুখ।

মোঃ বোরহান উদ্দিন সাংবাদিকদের জানান, ‘মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতারথ এ স্লোগানে মুজিব বর্ষ উপলক্ষে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে গৌরীপুর থানার পুলিশের উদ্যোগে এ উপজেলার বিভিন্ন এলাকায় মানুষকে সচেতন করতে ধারাবাহিকভাবে সমাবেশের আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে থানা চত্বর, রামগোপালপুল ইউনিয়ন পরিষদ, ডৌহাখলা ইউনিয়ন পরিষদ ও ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদে এ বিষয়ে সমাবেশের আয়োজন করা হয়। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশের আয়োজন করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।