খুলনায় মাদকের তালিকায় প্রভাবশালীরা থেমে নেই ব্যবসা ?

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২১

আতিয়ার রহমান,খুলনা ; খুলনা মহানগর ও জেলায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী, ডিলার, চোরাকারবারী, পৃষ্ঠপোষক ও আশ্রয়-প্রশ্রয়দাতাদের তালিকায় রয়েছে একাদিক নাম।খুলনা মহানগীতে অনেকে,তাছাড়া ডুমুরিয়া চুকনগর,আটরমাইল খর্নিয়া বাজার সহ গ্রাম গুলিতে চলছে মাদের বেঁচাকেনা জনপ্রতিনিধির নাম গোয়েন্দা সংস্থার তালিকায় আসলে ও থেমে নেই মাদক ব্যবসা।

একাদিক অভিযোগ রয়েছে থানা গুলিতে যারা মাদক ব্যবসায়ী, ডিলার, চোরাকারবারীদের পৃষ্ঠপোষক ও আশ্রয়-প্রশ্রয়দাতা।এদের মধ্যে অনেকে বড় বড় ব্যাক্তির নাম ব্যাবহার করে মাদক ব্যবসা ফোনের মাধ্যমে চালিয়ে যাচ্ছি বলে একাদিক অভিযোগ পাওয়া গেছে। আটরমাইল মাছ বাজার, চুকনগর বড় বাজার,শোাভনা গাপতলা,খর্নিয়া বাজার, থুকড়া বাজার,সহ নগরীর বিভিন্ন এলাকায় শাসকদলের প্রভাবশালীরা মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

কিছুদিন আগে র‌্যাব ৬ বেলেখালী এলাকায় অভিযান চালিয়ে আরশাফুল আসলাম নামের একজন মাদক ব্যাবসায়ীকে বিপুল পরিমান এয়াবা সহ গ্রেফতার করেছে র‌্যাব ৬ ,ডুমুরিয়া থানাতে মালা ও হয়েছে। অন্যদিকে মাদক নিয়ন্ত্রণে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব) হার্ড লাইনে রয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তরা। যে কোনভাবেই এবার সারাদেশে মাদক ব্যবসা সংকুচিত করতে কঠোর অবস্থানে সংস্থাটি কাজ করে যাচ্ছে।

গত ৩ মে প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকাস্থ র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)’র সদর দপ্তরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ তাদের বক্তব্যে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারী দেন। এছাড়া ১৪ মে র‌্যাব প্রধানের বক্তব্যে মাদক ব্যবসায়ীদের জন্য আরও বড় ধরনের বিপদ সংকেত দেয়া হয়। ঢাকায় একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অভিযানে হুঁশিয়ারী উচ্চারণ করেছেন।

খুলনায় মাদকের সাথে জড়িত পাচারকারী, ডিলার, খুচরা বিক্রেতাদের একাধিক তালিকা রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে। এ তালিকার নাম থাকলে ও থেমে নেই ব্যবসায়ীরা।এদিকে তালিকায় থাকা বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে এ অভিযোগ উদ্দেশ্যমূলক ও ষড়যন্ত্র বলে দাবি করেছেন।বর্তমানে আটরমাইলে মাদকের ব্যবসায়ীদের তালিকা থানাতে থাকলে ও পুলিশ গ্রেফতার করতে পারছেন না।

মোঠো ফোনের মাধ্যমে তারা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে একাদিক তথ্য পাওয়া গেছে।খুলনা জেলার পুলিশ সুপার এস এস সফিউল্লাহ (বিপিএম) বলেন,আমারা মাদক ব্যবসায়ীদের ধরতে বিভিন্ন সাদা পোশাকে পুলিশ কাজ করছে,তবে মাদক ব্যবসায়ী যে দলের হউক না কেন কোন প্রকার ছাড় পাবে না। খুলনা মহানগর ও জেলা বিভিন্ন থানাতে মাদক ব্যবসায়ীদের ধরতে রাত দিন কাজ করছে পুলিশ,র‌্যাব,সহ বিভিন্ন গয়েন্দা বাহিনী।

একদিকে মাদক ব্যাবসয়ীদের গেফতার করে মামলা দিলে ও থামাতে পারছে না মাদক ব্যবসায়ীদের।ডুমুরিয়া শোভনা গাপতলা ,জিয়াল তলা,মাদর তলা এলাকায় নিরবে কাজ করছে মাদক ব্যবসায়ীরা। প্রতিদিনে বাড়ছে মামলার হার,কিস্তু কোন প্রকার মাদক ব্যবসায়ীরা,ও চুরি ,ডাকাতি,খুন,সহ বিভিন্ন অপরাধিরা গফনে কাজ করে চলছে বলে এলাকা সাধারন মানুষ জানান।