ডুমুরিয়ায় টিকা নিলেন এমপি নারায়ন চন্দ্র চন্দ

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২১

স্টাফ রিপোর্টার : খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ মঙ্গলবার কোভিড-১৯ টিকা গ্রহণ করেছেন। সকাল সাড়ে ১১টায় তিনি ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে যেয়ে টিকার প্রথম ডোজ নেন।

এসময়ে বীর মুক্তিযোদ্ধা উপজেলার কমান্ডার নুরুল ইসলাম মানিক, আওয়ামী লীগের শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দারসহ অনেকই টিকা নিয়েছেন।

টিকা প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুফিয়ান রোস্তম, ডা. দীন মোহাম্মদ খোকা, ভান্ডারপাড়া ইউপি চেয়ারম্যান হিমাংশু বিশ্বাসসহ আ’লীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার ৩৯৮জনকে টিকা দেয়া হয়।

এ পর্যন্ত ডুমুরিয়া স্বাস্থ্যকমপ্লেক্স কেন্দ্রের ৩টি বুথে ২ হাজার ৩৫৭জনকে করোনা টিকা দেয়া হয়েছে।