ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১

সময় সংবাদ ডেস্কঃখুলনার ডুমুরিয়ায় পিকনিকের বাসের চাপায় জাহিদ খান (২২) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বালিয়াখালী ব্রীজের কাছে এ ঘটনা ঘটে।

নিহত যুবক রানাই গ্রামের জাকির খানের ছেলে।

জানা যায়, খর্ণিয়া থেকে একটি মটর সাইকেলে জাহিদ খান গুটুদিয়া গ্রামে তার ফুফুর বাড়িতে যাচ্ছিলো। বালিয়াখালী ব্রীজের কাছে পৌছালে খুলনা থেকে ছেড়ে আসা একটি পিকনিকের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহিদ ঘটনাস্থলে নিহত হয় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে নেমে যায়। তবে বাসের কোন যাত্রী আহত হয়নি। হাইওয়ে পুলিশ বাসটি জব্ধ করেছে এবং লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছেন।