কর্ণফুলীতে ট্রলার ডুবি, সবজি ব্যবসায়ীসহ নিখোঁজ ৩

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২১

সময় সংবাদ ডেস্কঃকর্ণফুলীর নদীতে মালামালবাহী ট্রালার ডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ৮জন উদ্ধার হয়েছে বাকী ৩জন নিখোঁজ রয়েছে। জানা গেছে, ট্রলারে ৮ শ্রমিকসহ ৩ জন সবজি ব্যবসায়ী ছিলেন।

এদের মধ্যে ইসলাম মাঝিসহ ৮ জন সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হয়। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ বাজারের সদর জকরিয়া মালিকাধীন চট্রগ্রাম ঘাট থেকে কুতুবদিয়া যাওয়ার পথে ১৫ ফেব্রুয়ারি সোমবার রাত ২টার দিকে চট্রগ্রাম এলাকার কর্ণফুলী নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ রয়েছেন সাইয়েদুল করিমসহ দুই ব্যবসায়ী আবুল কাসেম ও মো: হোছাইন।

ইসলাম মাঝি জানান, আমিসহ এগরোজন রাত ২টার দিকে চট্রগ্রাম থেকে কুতুবদিয়া উদ্দেশ্যে রওয়ানা দি। এই সময় কর্ণফুলী মুখে একটি টেংগার এসে ধাক্কা দেই আমাদের। এতে ট্রলারটি ডুবে যায়।

স্থানীয়দের ভাষ্যমতে, টেংগারের সাথে ধাক্কা লাগে “জনসেবা”নামক ট্রলারটি ডুবে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় লোকজন, পুলিশ, নৌ-পুলিশ ও কোস্টগার্ড সদস্যদের উদ্ধার অভিযান অব্যাহত ছিল বলে জানা যায়।