মাটিরাঙ্গা পৌরসভায় মেয়র-কাউন্সিলর হলেন যারা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২১ সময় সংবাদ ডেস্কঃউৎসব মুখর পরিবেশে চার স্তরের নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে চতুর্থ ধাপে অনুষ্ঠিত খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বিকে পরাজিত করে জয়ী হয়েছেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি মো. শামছুল হক। তিনি নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৭২৫ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদের মেয়র নির্বাচিত হয়েছে। এছাড়া ১ নং সংরক্ষিত নারী আসনে মায়না বেগম ২ হাজার ১৮৫ ভোট পেয়ে চতুর্থ বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাহেদা আক্তার পেয়েছেন ২ হাজার ৫৫ ভোট। ২ নং সংরক্ষিত নারী আসনে মনোয়ারা বেগম ২ হাজার ২ শত ৭০ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। আনেউ চৌধুরী নয়ন ১ হাজার ১ শত ৪০,খাদিজা বেগম ৭৩৬ ভোট। ৩ নং সংরক্ষিত আসনে এরই মধ্যে টানা চতুর্থ বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জয়নব বিবি। ১নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে এমরান হোসেন ৬৩৭ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। সাইফুল ইসলাম ৫৭৬, হানিফ মিয়া ৫৩,জামাল হোসেন ২৫ এবং আঃ আজিজ পেয়েছেন ১১ ভোট। ২ নং ওয়ার্ডে মোঃ আলী ১ হাজার ২২৮ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। মোঃ সুমন পেয়েছেন ৫৩৫ ভোট। ৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদে আলা উদ্দিন লিটন ৫৩৬ ভোট পেয়ে হ্যাটিক করেছেন। সাইফুল ইসলাম ৩৯১, কামাল উদ্দিন ২ ৮৯ ভোট। ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদে আলমগীর হোসেন ৬শত ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বাবুল হাওলাদার ৪৪২,জালাল ২ ৪৭ ভোট। নুরুল ইসলাম ২৪৭, মোস্তাফা ৩৭১ এবং হাবিবুর রহমান ২৩ ভোট পেয়েছেন। রাকিবুল হাসান ৮৭৪ ভোট পেয়ে ৫ নং ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। আলী মিয়া ৪০০, আঃ হামিদ ৮৮ ভোট পেয়েছেন। ৬ নং ওয়ার্ডে সোহাগ ৬৫৩ ভোট পেয়ে পুনরায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। হিমেল চাকমা ৩২৬ ভোট, আবু বক্কর সিদ্দিক ১০২ এবং সুমন দে ৩২ ভোট পেয়েছেন। মিজানুর রহমান খোকন ৪৩৪ ভোট পেয়ে ৭নং এ কাউন্সিলর হয়েছেন। আলী হায়দার ভুঁইয়া শিফন ৩৮০, ওমর ফারুক ১৯২ ও হারুন মিয়া ১৪৭ ভোট পেয়েছেন। ৮ নং এ তফিকুল ইসলাম ৬৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। ওয়ালী উল্ল্যা ৩১৮, নজরুল ইসলাম ভুইঁয়া ৩০৮, আলী হাসান নয়ন ২৩২, এস কে আলী ৯৪, হিরণ তালুকদার ৩৪, সোহেল রানা ২১ ভোট পেয়েছেন। ৯ নং এ সফিকুল ৫৫২ ভোট পেয়ে নির্বাচিত হন। অহিদুল ইসলাম ৪৭৪, সোহেল আফজাল ২৭২, জালাল মজুমদার ১৭৬, মাহাবুব-ই-রাব্বানি ১৮ ভোট পেয়েছেন। খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার ও মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো.রাজু আহম্মেদ বলেন, সকল স্তরের সহযোগীতায় বেশ শান্তিপূর্ণ সুষ্ঠু নিরপেক্ষ ও প্রভাবমুক্ত ভাবেই মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচন শেষ হলো। প্রসঙ্গত, মাটিরাঙ্গা পৌর নির্বাচনে ৩ জন মেয়র সংরক্ষিত কাউন্সিলর পদে ৫ জন। ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। Share this:FacebookX Related posts: তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে মেয়র হলেন যারা সাত বছরেও উন্মোচিত হয়নি কাউন্সিলর তুহিন নিখোঁজের রহস্য মোংলায় মেয়রসহ ১৩ কাউন্সিলর প্রার্থীর ভোট বর্জন সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গৌরীপুরে পৌর মেয়র সৈয়দ রফিকের মতবিনিময় আজ থেকে ঢাকার রাস্তায় কড়াকড়ি গৌরীপুরে স্বামী-স্ত্রী করোনায় আক্রান্ত মাস্ক না পরায় কৃষি কর্মকর্তাসহ ৫ ব্যক্তিকে জরিমানা খুলনায় চিকিৎসক ও পুলিশসহ নতুন করে ৬০ জনের করোনা শনাক্ত হালুয়াঘাট কেন্দ্রীয় শ্মশান ঘাট মন্দিরে অনুদানের চেক বিতরণ গৌরীপুর প্রেসক্লাবের আহবায়ক-খায়রুল সদস্য সচিব-কাউসার দেবীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ৫৮২টি ঘর নির্মান কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে ময়মনসিংহে ৫ অপহরণকারীকে আটক করেছেন র্যাব-১৪ SHARES Matched Content দেশের খবর বিষয়: কাউন্সিলরমাটিরাঙ্গা পৌরসভায় মেয়র-যারাহলেন