বিরামপুরে ১৮০০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০

জাকিরুল ইসলাম, বিরামপুর, (দিনাজপুর) প্রতিনিধি: করোনা ভাইরাসের হাত থেকে রক্ষায় ঘরবন্দি মানুষগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মধ্যেবিত্ত পরিবারগুলো। পেটে ক্ষুধা থাকলেও আত্মসম্মান বোধ থেকে তারা কাওকে নিজের অসহায়ত্বের কথা বলতে পারছেন না।

এমন পরিস্থিতিতে ত্রাণ সহায়তার পরিবর্তে দিনাজপুরের বিরামপুর পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ১৮শ অসহায় ও মধ্যেবিত্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিয়েছেন পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী সরকার টুটুল।

বুধবার (২৯ এপ্রিল) সামাজিক দূরত্ব বজায় রেখে পৌরসভার ৯টি ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদেরকে সাথে নিয়ে মোট ১৮শ অসহায় ও মধ্যেবিত্ত মানুষের ঘরে ঘরে গিয়ে তিনি প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিয়েছেন।

পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী সরকার টুটুল বলেন, গরিব ও অসহায় মানুষ সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা ও সমাজের উচ্চবিত্ত মানুষের কাছ থেকে ত্রাণ সহায়তা পাচ্ছে। কিন্তু মধ্যেবিত্ত পরিবারের মানুষগুলোর মাঝে ত্রাণ শব্দটি একটু অন্য রকম। তাই প্রধানমন্ত্রী এসব মধ্যবিত্ত পরিবারের জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।