গৌরীপুর পৌর কৃষক দলের সম্মেলন মিন্টু সভাপতি -শাহী মুন্সি সম্পাদক

প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০

কমল সরকার,গৌরীপুর(ময়মনসিংহ) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ময়মনসিংহ গৌরীপুর পৌর শাখার সম্মেলন শনিবার (১০ অক্টোবর) বেলা ৩ টায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দ।

প্রধান বক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মহানগর কৃষক দলের সদস্য সচিব মো: শরীফুল ইসলাম মোল্লা, বিশেষ বক্তা, ময়মনসিংহ উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব শাহ্ মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী কৃষক দল, গৌরীপুর পৌর শাখার আহবায়ক সালাউদ্দিন মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব গোলাম কাজীয়েল আজাদ শাহী মুন্সির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী মহিলা দল, ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক তানজিন চৌধুরী লিলি, ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সিনিয়র সহ সভাপতি মাহফুজুর রহমান, উত্তর জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক আনিছুর রহমান আরিফ, গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুল ইসলাম খান শহিদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এড. এস এম খায়ের, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে জাতীয়তাবাদী কৃষক দল, গৌরীপুর পৌর শাখার আহবায়ক সালাউদ্দিন মিন্টুকে সভাপতি ও সদস্য সচিব গোলাম কাজীয়েল আজাদ শাহী মুন্সিকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।