চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২০ অনলাইন ডেস্ক : নেত্রকোণার পূর্বধলায় ধলামূলগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে রিটার্নিং কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পূর্বধলা উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা নির্বাচন অফিস। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান। জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মুহতাসিমের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পুলিশ সার্কেল এসপি মোরশেদা আক্তার। আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ তাওহীদুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন আহমদ, উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাজেরা খানম। এ সময় প্রধান অতিথি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বিধি মেনে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন এবং সকলকে নৈতিক মনোবল ঠিক রাখার আহ্বান জানান। তিনি বলেন, ‘নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করতে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।’ আলোচনায় অংশ নেন, আওয়ামী লীগের মো. আব্দুল হালিম খান, স্বতন্ত্র প্রার্থী মো. তারা মিয়া, মো. এনামুল হক, আব্দুল আওয়াল, মোহাম্মদ আলতাব হোসেন, মো. এনামুল হক, মো. রেজুয়ানুর রহমান, মো. হারুন অর রশিদ, ওমর ফারুক, রতন চন্দ্র সিংহ ও মো. মাহমুদুল হাসান সিপন প্রমূখ। সবাই সুষ্ঠু নির্বাচনের দাবি জানান। এর আগে পূর্বধলা জগত মনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯ জন প্রিজাইডিং অফিসার, ৬৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ১২৫ জন পোলিং অফিসারদের নির্বাচন অনুষ্ঠানের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমীন খান গত ০৩ মে মৃত্যুবরণ করলে এ পদটি শূন্য হয়ে যায়। গত ১৪ সেপ্টেম্বর (সোমবার) এক বিজ্ঞপ্তিতে শূন্য পদের উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। উপ নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ২০ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নে ৩৮টি গ্রামের ৯টি ভোটকেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৯২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৩৫০ জন ও মহিলা ভোটার ১০ হাজার ৬৫ জন। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গৌরীপুরে পৌর মেয়র সৈয়দ রফিকের মতবিনিময় গৌরীপুরে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে সাবেক ছাত্রলীগ নেতাদের মতবিনিময় গৌরীপুরে নৌকা প্রতিকের প্রার্থীকে চেয়ারম্যান পদে ৫১ ভোটে বিজয়ী ঘোষণা ফুলপুরে করোনা ভাইরাস প্রতিরোধ নিয়ে মানবাধিকার কমিশনের মতবিনিময় গৌরীপুরে মেয়র প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় গৌরীপুর পৌরসভার মেয়র প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম’র মতবিনিময় ফুলপুরে সাংবাদিকদের সাথে নৌকার প্রার্থী শশধর সেনের মতবিনিময় ফুলপুরে সাংবাদিকদের সঙ্গে আ.লীগ মেয়র প্রার্থীর মতবিনিময় হালুয়াঘাটে রাবার ড্যাম স্থাপনে কৃষকের মূখে হাসির ঝিলিক হালুয়াঘাটে রাস্তায় ঘুড়ে ঘুড়ে ত্রাণ বিতরণ করলেন ইউএনও রেজাউল করিম গৌরীপুরে রাস্তা সস্কার করলেন ছাত্রলীগ নেতা শাহীন SHARES Matched Content দেশের খবর বিষয়: চেয়ারম্যান পদেপ্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গেমতবিনিময়