মির্জাগঞ্জে নারী সচেতনতায় পুলিশের কমিউনিটি সভা

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০

মেহেদী হাসান মুবিন,মির্জাগঞ্জে(পটুয়াখালী):পটুয়াখালীর মির্জগঞ্জ থানার আয়োজনে ইউএনএফপিএ বাংলাদেশের সহযোগিতায় নারীদের সচেতনতায় পুলিশের কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৩ডিসেম্বর)সকাল ১১টায় মনোয়ারখালী সরকারি প্রথমিক বিদ্যালয় প্রঙ্গানে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম এর সভাপতিত্বে বিভিন্ন শ্রেনি-পেশার মানুষে উপস্থিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(পটুয়াখালী সদর-মির্জাগঞ্জ)সার্কেল মো:মুকিত হাসান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন মির্জাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)মো:শাহ-আলম,মির্জাগঞ্জ ইউনিয়ন আ’লীগ সাধারন-সম্পাদক মো:ফোরকান হাওলাদার,অধক্ষ্য মাও.একেএম হাবিুর রহমান প্রমুখ।