ধর্মপাশায় কৃষকদের সাথে মতবিনিময় ও গণশুনানি

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০

চয়ন কান্তি দাস ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ২০২০-২১ অর্থ বছরে হাওর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে ফসলরক্ষা বাঁধ মেরামত, স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন এবং পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠনের লক্ষে ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের কৃষকদের সাথে মতবিনিময় সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় জয়শ্রী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির উদ্যোগে এ মতবিনিময় সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসানের সভাপতিত্বে ও জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরীর পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব, সুনামগঞ্জ পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন, গণমাধ্যম প্রতিনিধি সমকাল সংবাদিক এনামুল হক, জয়শ্রী ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম আলম, কৃষক রমজান মিয়া, আক্কাছ উদ্দিন প্রমুখ।