ধোবাউড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০
ধোবাউড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত

ধোবাউড়া প্রতিনিধি : আজ রবিবার ধোবাউড়া থানা পুলিশের আয়োজনে ‘‘পুলিশ জনতা, ভাই ভাই,মাদকমুক্ত গড়ব দেশ, মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’’ এই স্লোগানকে সামনে রেখে নারী ঔ শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ দক্ষিন মাইজ পাড়া ইউনিয়নের চারুয়াপাড়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম।

স্বাগত বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ আলী আহমেদ মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চারুয়াপাড়া কম্পানী কমন্ডার মনির হোসেন, কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক মোস্তফা কামাল হোসেন খান,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নায়ক দুলাল,সাধারন সম্পাদক নুরুল হুদা প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সচিব আব্দুল জলিল আকন্দ।