রায়পুর পৌর নির্বাচনে নিয়ে মতবিনিময়

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১

সময় সংবাদ ডেস্কঃলক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সাবেক মেয়র পৌর বিএমপির আহবায়ক এবিএম জিলানী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

আজ শনিবার দুপুরে তার নিজস্ব কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আলোচনা করেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু, সিনিয়র সহ-সভাপতি হোসেন আহম্মদ বাহাদুর, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সাবেক ভিপি নজরুল ইসলাম লিটন, পৌর যুবদলের সাবেক সভাপতি মো. এমরান হোসেন মুনসুর জিলানী, জাকির হোসেন জাহাগীর হোসেন ও সেচ্ছাসেবক দলের সভাপতি কাওছার আলম প্রমুখ

এ সময় রায়পুরে কর্মরত রায়পুর প্রেসক্লাব, রায়পুর রিপোর্টাস ইউনিটি ও সাংবাদিক ইউনিয়নের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।