বৃদ্ধ পিতাকে রাস্তায় ফেলে গেলেন সন্তান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১ অনলাইন ডেস্ক ; যে সন্তানের জন্য আমৃত্যু জীবনের সাথে সংগ্রাম করেছেন জন্মদাতা পিতা, নিজের সুখ-স্বাছন্দ্য ত্যাগ করে সন্তানের মুখে ফুটিয়েছেন হাসি। আর সেই পিতাকে গভীর রাতে প্রচন্ত শীতের মধ্যে রাস্তায় ফেলে গেছেন কুলঙ্গার সন্তান। এমই হৃদয়বিদারক ও অমানবিক ঘটনা ঘটেছে বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের আমবাড়ি-বাবুগঞ্জ বাজার সড়কে। শনিবার দিবাগত রাতের কোন এক সময় অতিশিপর অসুস্থ্য পিতাকে রাস্তার পাশে ফেলে রেখে যান তার সন্তান। শনিবার সকাল ৭ টার দিকে রাস্তার পাশে বিবস্ত্র অবস্থায় ওই বৃদ্ধ পিতাকে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ স্থানীয় ইউপি সদস্যের সহায়তায় ওই বৃদ্ধ পিতাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। হিজলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বাদশা শেখ জানান, শনিবার সকাল ৭ টার দিকে আমবাড়ি-বাবুগঞ্জ রাস্তার পাশে এক বৃদ্ধকে কে-বা কারা ফেলে রেখে গেছে, এমন সংবাদ শুনে আমি তাৎক্ষণিক ভাবে ঘনটাস্থলে ছুটে যেয়ে ওই বৃদ্ধ পিতাকে প্রয়োজনীয় শীতের পোশাক পড়িয়ে চিতলমারী থানায় জানাই। খবর শুনে থানা পুলিশ তাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে চিতলমারী থানা অফিসার ইনচার্জ মীর শরিফুল হক জানান, খবর শুনে ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধ পিতাকে পুলিশ উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সার্বিকভাবে চিতলমালী থানা পুলিশ তার খোঁজ-খবর রাখছেন। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। তিনি আরো জানান, প্রাথমিকভাবে উদ্ধারকৃত ব্যক্তির নাম আজিজুল (৯০) বলে জানা গেছে। তার সন্তানের নাম আবুল। বাড়ি সাতক্ষীরার জীবন নগর এলাকার হালদা গ্রামে। Share this:FacebookX Related posts: বৃদ্ধ বাবাকে গভীর রাতে সড়কে ফেলে গেল সন্তান, হাসপাতালে নিল পুলিশ শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪৯ টি ম্যান্ডাফ হাঁস উদ্ধার খুলনায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত কর্তৃপক্ষের গাফেলতিতে পরীক্ষা দিতে পারলেন না ৫ শিক্ষার্থী যশোরের বেনাপোলে ১০টি স্বর্ণের বারসহ আটক-১ বাগেরহাটে করোনা প্রতিরোধে অভিযান চলাচ্ছে সেনাবাহিনী মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মৎস্য আহরণ শরণখোলায় জাল ও মাছসহ ট্রলার আটক খুলনায় যত্রতত্র পার্কিংয়ে দুর্ভোগ : বেহাল কেডিএ’র সোনাডাঙ্গা বাস টার্মিনাল সাতক্ষীরার সীমান্তে ১০ পিস স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক মাগুরায় পুরুষ ধরা ফাঁদের সন্ধান : তিন নারীসহ ৯ জন আটক শার্শা উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: বৃদ্ধ পিতাকেরাস্তায় ফেলে গেলেনসন্তান