নতুন পুরাতনের সমন্বয়ে পটুয়াখালী আ.লীগের পূর্নাঙ্গ কমিটি

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২১

সময় সংবাদ ডেস্কঃপটুয়াখালী জেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি দলের সভাপতির অনুমতিক্রমে এই কমিটি অনুমোদন দেন। নতুন পুরাতনের সমন্বয়ে জেলা কমিটি অনুমোদনের খবরে নেতা কর্মীদের মধ্যে বিপুল পরিমান উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নব গঠিত কমিটির নেতাদের শুভেচ্ছা জানানো হচ্ছে।

পটুয়াখালী জেলা আওয়ামীলীগ সূত্রে জানাযায়, ২ ডিসেম্বর ২০১৯ সালে পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কাজী আলমগীর হোসেন কে সভাপতি এবং ভিপি আব্দুল মন্নানকে সাধারণ সম্পাদক হেসেবে নির্বাচন করা হয়।

অনুমোদন হওয়া কমিটিতে ১১ জনকে সহ সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। এরা হচ্ছেন মোঃ রেজাউল করিম আলমগীর মিয়া, মোঃ ইসমাইল হোসেন মৃধা, মো. শাহজালাল বাচ্চু, মো. শাহজাহান খান, এড.হারুন অর রশিদ(সাবেক পিপি), অধ্যক্ষ সৈয়দ মোঃ বাবর বাবুল, আলহাজ¦ এড.সুলতান আহমেদ মৃধা, আব্দুল কুদ্দুস মৃধা, কাজী রুহুল আমিন, সৈয়দ নাসির উদ্দিন এবং মো. আমিনুল হক আহসান।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তিন জনকে মনোনীত করা হয়েছে এরা হচ্ছেন এড. গোলাম সরোয়ার, মো. জিয়াউল হক জুয়েল এবং শৌমেন্দ্র লাল চন্দ শৈলেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনজনকে মনোনীত করা হয়েছে এরা হচ্ছেন ডাঃ মো. শফিকুল ইসলাম, ব্যারিস্টার জুনায়েদ মো. হাসিব এবং এড.উজ্জল বোস।

এ ছাড়া কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হিসেবে এড. নজরুল ইসলাম বাদল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হিসেবে একে এম খায়রুল আহসান খায়ের, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সাইদুর রহমান লেলিন, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক খান মো. আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক এড.হারুন অর রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক খন্দকার সামছুল ইসলাম বাবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এড.কবির হোসেন তালুকদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড. কে বি এম আরিফুল হক, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপিকা খায়রুন নাহার লাকি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তসলিম শিকদার, যুব ও ক্রিড়া সম্পাদক এড.সাইফুল আহসান কচি, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম ভূইয়া, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মো. রিয়াজ উদ্দিন মৃধা, শ্রম সম্পাদক এড. মো. আখতাররুজ্জামান শাহিন, সাংস্কৃতিক সম্পাদক স্বপন ব্যনার্জী,স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মিজানুর রহমান, উপ দপ্তর সম্পাদক জিএম জাফর কিরন, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুজ্জামান লিটু এবং কোষাধ্যক্ষ পদে হাফিজুর রহমান সবীর কে দায়িত্ব দেয়া হয়েছে। এ ছাড়া কমিটিতে ২১ জন উপদেস্টা এবং ৩৬ জনকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।