পুলিশের নিকট থেকে আসামি ছিনতাই, মামলা দায়ের

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, মে ১০, ২০২০

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশের নিকট থেকে ৩ আসামিকে ছিনতাই ও ৭ পুলিশকে আহত করার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে।

শনিবার রাতে মুকসুদপুর থানার এসআই হায়াতুর রহমান বাদি হয়ে মামলা করেন। মামলায় খান্দারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাব্বির খানকে প্রধান আসামি করে ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে বাড়ি ভাংচুর ও লুটপাটের মামলায় উপজেলার ভাটরা মোড়ে পুলিশের নিকট থেকে ৩ আসামিকে ছিনিয়ে নেয় এলাকাবাসী। এ সময় মুকসুদপুর থানার ৭ পুলিশ সদস্য আহত হন।

মুকসুদপুর থানার ওসি মীর্জা আবুল কালাম আজাদ জানান, ইতোমধ্যে গোপালগঞ্জ জেলা শহর থেকে পুলিশের একটি বড় বহর মুকসুদপুরের খান্দারপাড়ায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে আটক করা গেলেও হাতকড়াসহ ছিনিয়ে নেয়া আসামিদেরকে পুনরায় গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে সেখানে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। রাত থেকেই বেজড়া-ভাটরা গ্রাম পুরুষ শুণ্য হয়ে পড়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।