১৭ বছর পর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদল আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২০

মেহেদী হাসান মুবিন,মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধি: ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মির্জাগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

রবিবার(২৭ ডিসেম্বর) রাতে পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শফিউল বাশার উজ্জল ও সাধারণ সম্পাদক মো: আল হেলাল নয়ন মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন দেন।

মো:আবুল বশার মোখলেসকে আহ্বায়ক ও আরিফুর রহমান হেলাল শিকদারকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ন আহবায়ক-মোঃমিতু রহমান প্রিন্স, মাইনুল ইসলাম শাহিন, আতিক উল্লাহ শোহাগ, রায়হান উদ্দিন রবেল, আবুল খায়ের মৃধা, মোঃ জুবায়ের আহমেদ সাগর, মোঃ রাজিব হোসেন, মোঃ জসিম উদ্দিন, মোঃ মিরাজ হোসেন, সৈয়দ নাসিমুল গনি (মনন),মোঃ শহিদুল ইসলাম, নাজমুল মৃধা, মোঃ নাঈম ইসলাম। সদস্য -শুভ হাওলাদার, মোঃ তারিকুল ইসলাম, বিধান চন্দ্র শীল, মোঃ আল-আমিন মোল্লা, আনোয়ার হোসেন মৃধা, মোঃ হাসান গাজী। কমিটিকে অধীনস্থ সকল ইউনিট কমিটি আগামী ৬০ দিনের মধ্যে গঠন করে জেলা ছাত্রদল বরাবর প্রেরণের নির্দেশ প্রদান করা হয়।

উল্লেখ্য,সর্বশেষ ২০০৩ সলের অক্টোবর মাসে জয়নুল আববেদী সুজনকে সভাপতি ও সাইদুর রহমান ইদ্রিসকে সাধারন সম্পাদক করে ৯৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।