পেট্রাপোলে ধর্মঘটের কারণে বেনাপোলে আমদানি রফতানি বন্ধ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১ নিজস্ব প্রতিবেদক ; বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে ‘জীবন-জীবিকা বাঁচাও’ কমিটি নামে একটি সংগঠনের ধর্মঘটের কারণে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। এর ফলে দুই দেশের বন্দরে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। রোববার (৩১ জানুয়ারি) সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দর খোলা রয়েছে। চলছে শুল্ক বিভাগের স্বাভাবিক কাজকর্ম, পণ্য খালাস ও আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার। বেনাপোল ও পেট্রাপোল বন্দরে কোভিড-১৯ সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বেশ কিছু শর্ত মেনে আমদানি-রপ্তানি করা হচ্ছে। এসব শর্ত মেনে চলতে গিয়ে সাধারণ কুলি, বন্দর শ্রমিকদের কাজ কমে গেছে। যে কারণে পেট্রাপোল স্থলবন্দরে কর্মজীবীরা কর্মস্থল ফিরে পেতে গঠন করেছেন ‘পেট্রাপোল জীবন-জীবিকা বাঁচাও কমিটি’। পেট্রাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, কয়েকদিন আগে পেট্রাপোল ‘জীবন-জীবিকা বাঁচাও’ কমিটি প্রশাসনের কাছে পাঁচ দফা দাবি জানান। দাবিগুলো হলো অবিলম্বে পূর্বের মতো হ্যান্ডলিং কুলি ও পরিবহন কুলিদের কাজের পরিবেশ ফিরিয়ে দিতে হবে, পূর্বের মতো ট্রাকচালক ও সহকারীদের পায়ে হেঁটে পেট্রাপোল ও বেনাপোলের মধ্যে যাতায়াতের সুযোগ দিতে হবে, সাধারণ ব্যবসায়ীদের (মুদ্রা বিনিময়কারী, পরিবহন, ক্লিয়ারিং ও ফরওয়াডিং এজেন্ট, ট্রাকচালক, সহকারী) ওপর বিএসএফ ও অন্যান্য এজেন্সির নিরাপত্তার নামে অত্যাচার বন্ধ করতে হবে, বেনাপোল বন্দরে ভারত থেকে আসা রফতানি পণ্যের ট্রাক ২৪ ঘণ্টার মধ্যে খালির ব্যবস্থা করতে হবে ও আধুনিকতার অজুহাতে শ্রমিকদের কর্মহীন করা চলবে না। এসব দাবি নিয়ে ভারতীয় প্রশাসন কোনো কার্যকরী ব্যবস্থা না নেওয়ায় তারা রোববার সকাল থেকে সমগ্র পেট্রাপোল স্থলবন্দরের শ্রমিকদের স্বার্থে কর্মবিরতি শুরু করেছেন। এর ফলে সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে পেট্রাপোল বন্দর প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সোমবার সকালে আবার বসবে সবাই। বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ভারতের বনগাঁ পেট্রাপোল অঞ্চলে শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা দেওয়ায় ওপারে বন্দরের সকল কাজকর্ম বন্ধ রয়েছে। তবে বেনাপোলে সকল কার্যক্রম চলছে বলে জানান তিনি। বিষয়টি নিশ্চিত করে বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব অফিসার শহিদুল ইসলাম জানান, পেট্রাপোলে শ্রমিকদের কর্মবিরতির কারণে রোববার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। কবে নাগাদ স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না। Share this:FacebookX Related posts: বেনাপোলে ৩০ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক যশোরের বেনাপোলে একাধিক মামলার আসামীর মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় ২০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার যশোরের বেনাপোলে করোনাভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা বেনাপোলে অস্ত্র, ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলিসহ আটক-১ বেনাপোলে গৃহবন্দিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন বেনাপোলে করোনা ভাইরাস প্রতিরোধে ছাত্রদলের উদ্দ্যোগে জীবাণুনাশক স্প্রে বেনাপোলে ৩৮ কেজি গাঁজা,ফেনসিডিল ও মদ উদ্ধার বেনাপোলে র্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১ বেনাপোলে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে ভারতীয় ফেন্সিডিলসহ আটক-১ বেনাপোলে পুলিশের অভিযান ভারতীয় মাদক সহ আটক-৭ SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: আমদানি-রফতানি বন্ধধর্মঘটের কারণেপেট্রাপোলেবেনাপোলে