যশোরের বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় ২০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার পুলিশ দৌলতপুর গ্রামের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ২০৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।

শনিবার(১৫ই ফেব্রুয়ারি) ভোর রাতে বেনাপোল পোর্ট সেকেন্ড অফিসার এসআই পিন্টু লাল দাস, এএসআই আলমগীর হোসেন গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামের মাঠে অভিযান চালালে মাদক বহনকারীরা পুলিশের উপস্থিত টের পেয়ে প্লাস্টিকের জালি বস্তা ফেলে পালিয়ে যায়। তখন পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের জালি বস্তা থেকে ২০৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে প্লাস্টিকের জালি বস্তার মধ্য থেকে মোট ২০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পলাতক আসামিদের আটক করার জন্য অভিযান চলছে।