কটিয়াদী পৌর নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২১ সময় সংবাদ ডেস্কঃকিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। স্থানীয় আওয়ামী লীগে কোন্দলের কারণে এই ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন ভোটাররা। কটিয়াদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থীরা হলেন বর্তমান মেয়র শওকত উসমান শুক্কুর আলী (নৌকা), সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী মিসেস সালমা আনিকা (মোবাইল ফোন), অ্যাডভোকেট আলাউদ্দিন আলম (লাঙ্গল), আব্দুল বাতেন (আম )। নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী নৌকা, বিএনপির ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোনের মাঝে ত্রিমুখী লাড়াই হবে বলে ভোটাররা মনে করছেন। কটিয়াদী পৌরসভা নির্বাচন ৩০ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে । পৌরসভার প্রত্যেক অলি-গলিতে পোস্টারে ছেয়ে গেলেও ধানের শীষের পোষ্টার নেই । মাইকিংয়ে সরগরম হয়ে উঠছে পৌরসভার বিভিন্ন মহল্লা । প্রার্থী ও সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় টহল ও নজরদারী বাড়িয়েছে । ভোটাদের অভিমত, ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শওকত উসমানের নেতাকর্মী ও সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে অস্বস্তিতে আছেন। কটিয়াদী উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি তরিকুর মুশতাক রানার সহধর্মিনী স্বতন্ত্র প্রার্থী মিসেস সালমা আনিকা তার সমর্থকদের নিয়ে শক্ত অবস্থানে রয়েছেন। ফলে ক্ষমতাসীন দলের নৌকার প্রার্থী শওকত উসমানের ওপর ভোটের প্রভাব পড়তে পারে। অন্যদিকে বিএনপি’র একক প্রার্থী তোফাজ্জল হোসেন খান দিলীপ তার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে প্রকাশ্যে প্রচারণায় অংশ না নিলেও গোপনে ভোটারদের মন জয় করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ব থাকায় ধানের শীষ প্রতিককে জয়ী করতে কৌশলে মাঠে কাজ করে চলেছেন। কটিয়াদী পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৪৬৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৪ হাজার ৭৩৬ জন ও মহিলা ভোটার সংখ্যা ১৫ হাজার ৭৩০ জন। নির্বাচনে ৩টি সংরক্ষিত আসনে মোট ১১ জন এবং ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র মেয়র প্রার্থী মিসেস সালমা আনিকা অভিযোগ করে বলেন, ‘নৌকার সমর্থকরা আমাদের নেতাকর্মীদের ভয়ভীতি, হুমকি প্রদান করে আসছে। যাতে নির্বাচনী প্রচারণা থেকে নেতাকর্মীরা দূরে থাকে।’ ধানের শীষের প্রার্থী সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ বলেন, প্রচারণায় নানা ভাবে বাধা দেয়াসহ পোস্টার ছিড়ে ফেলা, মাইকিং বন্ধ করে দেয়া হচ্ছে। নির্বাচন কমিশনের কাছে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন তিনি।’ এ ব্যাপারে নৌকার প্রার্থী শওকত উসমান এসব অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করে বলেন, বরং বিএনপি প্রার্থীর সমর্থকরা আমার নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে। প্রারণা নিয়ে হয়রানি ও ভয় প্রর্শিনের চেষ্টা করেছেন। Share this:FacebookX Related posts: নওগাঁ পৌরসভা নির্বাচন: আ’লীগ, বিএনপি, স্বতন্ত্র প্রার্থীর লড়াই হবে ত্রিমুখী হালুযাঘাটে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হালুযাঘাটে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বুড়িগঙ্গায় বাল্কহেড ডুবে ৪ শ্রমিকের মৃত্যু চিতলমারীতে একমাত্র ওয়্যারম্যান দিয়ে চলছে বিটিসিএল অফিস ধোবাউড়ায় বিধিবহির্ভূত ভাবে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদানের অভিযোগ নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ৬ গৌরীপুরে অসহায়দের পাশে বেগ মনসুর ফাউন্ডেশন এটা ত্রাণ নয়, আপনাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার- শিবলী সাদিক এমপি গৌরীপুরের উপসহকারী কৃষি অফিসার মকবুল হোসেন বাবুল আর নেই হিলি স্থলবন্দর দিয়ে আবারও চাল আমদানি শুরু চিতলমারীতে ক্রয়কৃত জমিতে গৃহ নির্মাণে হামলা, আহত চার SHARES Matched Content দেশের খবর বিষয়: কটিয়াদী পৌর নির্বাচনেত্রিমুখীলড়াইয়েরসম্ভাবনা