হালুযাঘাটে মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২০
????????????????????????????????????

এম.এ খালেক হালুযাঘাটঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহের হালুযাঘাটে মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম’র সভাপতিত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু করে একটি বনাঢ্য র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কনফারেন্স হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন মাদকদ্রব্য আজ আমাদের যুব সমাজকে গ্রাস করে খাচ্ছে।

সারা পৃথিবী জুড়ে আজ মাদক পাচার একটি গভীর সঙ্কটের রূপ নিয়েছে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে, যেসব দেশে অর্থের অভাবে ভুগছেন বহু সংখ্যক মানুষ, এবং নিরাপত্তার অভাবে আটকানো যায় না বহু অপরাধ। এই পরিস্থিতিতে অপরাধের পথে মানুষকে চালিত করা সহজতর হয়ে পড়ে। সমীক্ষায় প্রকাশ, মাদক পাচারের ফলে ব্যাহত হয় শিক্ষা, বাড়ে অপরাধ। র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ জুয়েল আরেং,উপজেলা বিশেষ অতিথি পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম,সহকারী কমিশনার ( ভূমি) তানভীর আহাম্মেদ,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুর ইসলাম বেগ,যুগ্ম সাধারণ সম্পাদক মোরর্শেদ আনোয়ার খোকন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষক সুশিল সমাজের ব্যাক্তিবর্গ।