হালুযাঘাটে মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২০

জোটন চন্দ্র ঘোষ,হালুযাঘাট ; ময়মনসিংহের হালুযাঘাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রসাশনের উদ্যোগে পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম’র সভাপতিত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য র‌্যালী শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কনফারেন্স হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ জুয়েল আরেং, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, সহকারী কমিশনার( ভূমি) তানভীর আহাম্মেদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুর ইসলাম বেগ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোরর্শেদ আনোয়ার খোকন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা শিক্ষক সুশিল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকদ্রব্য আজ দেশের যুব সমাজকে গ্রাস করে খাচ্ছে। সারা পৃথিবী জুড়ে মাদক পাচার একটি গভীর সঙ্কটের রূপ নিয়েছে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে, যেসব দেশে অর্থের অভাবে ভুগছেন বহু সংখ্যক মানুষ এবং নিরাপত্তার অভাবে আটকানো যায় না বহু অপরাধ। এই পরিস্থিতিতে অপরাধের পথে মানুষকে চালিত করা সহজতর হয়ে পড়ে।

সমীক্ষায় প্রকাশ, মাদক পাচারের ফলে ব্যাহত হয় শিক্ষা, বাড়ে অপরাধ। তাই মাদককে পরিহারের জন্য সকলকে আহবান জানান। পরিশেষে মাদক বিরোধী লিফলেট বিতরণসহ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন যানবাহনে স্টীকার লাগানো হয়।