হালুযাঘাটে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২০ জোটন চন্দ্র ঘোষ,হালুযাঘাট ; ময়মনসিংহের হালুযাঘাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রসাশনের উদ্যোগে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম’র সভাপতিত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য র্যালী শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কনফারেন্স হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ জুয়েল আরেং, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, সহকারী কমিশনার( ভূমি) তানভীর আহাম্মেদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুর ইসলাম বেগ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোরর্শেদ আনোয়ার খোকন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা শিক্ষক সুশিল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকদ্রব্য আজ দেশের যুব সমাজকে গ্রাস করে খাচ্ছে। সারা পৃথিবী জুড়ে মাদক পাচার একটি গভীর সঙ্কটের রূপ নিয়েছে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে, যেসব দেশে অর্থের অভাবে ভুগছেন বহু সংখ্যক মানুষ এবং নিরাপত্তার অভাবে আটকানো যায় না বহু অপরাধ। এই পরিস্থিতিতে অপরাধের পথে মানুষকে চালিত করা সহজতর হয়ে পড়ে। সমীক্ষায় প্রকাশ, মাদক পাচারের ফলে ব্যাহত হয় শিক্ষা, বাড়ে অপরাধ। তাই মাদককে পরিহারের জন্য সকলকে আহবান জানান। পরিশেষে মাদক বিরোধী লিফলেট বিতরণসহ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন যানবাহনে স্টীকার লাগানো হয়। Share this:FacebookX Related posts: ভালুকায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর উৎসব উপলক্ষে আলোচনা সভা ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স: পোস্টিং আছে ডাক্তার নেই! গৌরীপুরে এসএসসি’র চার পরীক্ষার্থী নিয়ে তোলপাড়! হালুয়াঘাট পৌরশহরকে আলোকিত করেছেন মেয়র খায়রুল আলম ভূঞা গৌরীপুরে জমি দখল করে শামছুদ্দিনকে বাড়ি ছাড়া করলেন ইউপি সদস্য! হালুয়াঘাটে প্রমোদ মানকিন স্মৃতি সংসদের উদ্যোগে ত্রাণ বিতরণ গফরগাঁওয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিক নিহত গৌরীপুরের ভাঙ্গা রাস্তা সংস্কার করেছেন ঢাবি ছাত্রলীগ সভাপতি ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত ধোবাউড়ায় মদ বিক্রি করায় ২ জনকে ৬ মাসের কারাদন্ড হালুয়াঘাটের স্বদেশী ইউপি চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদ’র ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন অনুষ্ঠিত গাজীপুরে ৯৬০০ পিস ইয়াবা ও গাড়িসহ গ্রেপ্তার ৪ SHARES Matched Content দেশের খবর বিষয়: আলোচনা সভামাদক বিরোধী র্যালীহালুযাঘাট