হিলি স্থলবন্দর দিয়ে আবারও চাল আমদানি শুরু

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে আবার শুরু হয়েছে ভারত থেকে চাল আমদানি। গত ১২ জানুয়ারি চালের আমদানি এইচ এস কোড (হারমোনাইসড সিস্টেম) নিয়ে সৃষ্ট জটিলতা দেখা দেওয়ায় চাল আমদানি বন্ধ হয়ে যায়। সেই জটিলতার সমাধান হওয়ায় বুধবার দুপুর ২টা থেকে চালবোঝাই ভারতীয় ট্রাক বন্দরে আসা শুরু করেছে।

দিনাজপুর হিলি স্থলবন্দর আমদানি রপ্তানীকার এসোসিয়শনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, সরকারের অনুমোদন নিয়ে গত ৯ জানুয়ারি থেকে ১০০৬.২০-০০ এই এইচএস কোড ব্যবহার করে স্থানীয় আমদানিকারকরা ভারত থেকে চাল আমদানি করছিলেন। কিন্তু গত ১২ জানুয়ারি ভারতের চাল রপ্তানিকারকরা আগের এইচএস কোডের পরিবর্তে বর্তমানে ১০০৬.৩০.৯০ এই এইচএস কোড ছাড়া বাংলাদেশে চাল রপ্তানি করবেন না বলে জানান। এরফলে গত ১৩ জানুয়ারি থেকে হিলি স্থলবন্দর দিয়ে দেশে চাল আমদানি বন্ধ হয়ে যায়। এতে করে চালবোঝাই ভারতীয় ট্রাকগুলি দেশে প্রবেশের অপেক্ষায় ওপারে আটকে পড়ে।

আমদানিকারক শাহীনুর রেজা শাহীন জানান, এই বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ে এইচএস কোড পরিবর্তনের জন্য আবেদন করা হয়। পরে মঙ্গলবার সেখান থেকে এইচএস কোড পরিবর্তন করে দেওয়া হলে আবার ভারতের রপ্তানিকারকদের কাছে পাঠানো হয়। এইচএস কোডের জটিলতার সমাধান হওয়ায় বুধবার দুপুর ২টা থেকে আবারও ভারত থেকে দেশে চাল আমদানি শুরু হয়েছে।

এদিকে হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা রিপন রায় জানান, বুধবার বিকেল ৪ টা পর্যন্ত ১২টি চালবোঝাই ট্রাক ভারত থেকে হিলি স্থলবন্দরে প্রবেশ করেছে। চালগুলো দ্রুত খালাস করার ব্যবস্থা নেওয়া হয়েছে। চাল আমদানী চলমান থাকলে দেশে চালের বাজারে উর্দ্ধগতি হ্রাস পাবে বলে আমদানী কারকেরা আশাবাদ ব্যক্ত করেন।