এলজিইডি’র উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ৭০ শতাংশ এগিয়ে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১ নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান বলেছেন, রংপুর বিভাগে চলমান ৩৩৭৭ কোটি টাকার কাজ বাস্তবায়ন একটি বিরাট চ্যালেঞ্জ হলেও বর্তমান অর্থবছরে এ বিভাগে কাজের গড় অগ্রগতি ৭০%, যা সন্তোষজনক। পূর্ত কাজের গুণগত মানের ব্যাপারে কোন প্রকার আপোষ করা হবে না। বাংলাদেশ সরকারের নির্বাচনী ইস্তেহারের সঙ্গে সংগতি রেখে প্রকল্পের কাজ দ্রুততার সাথে বাস্তবায়নের জন্য সকল প্রকৌশলীগণকে নির্দেশনা প্রদান করেন। শুক্রবার (২২ জানুয়ারি) সকালে রংপুরস্থ আর.ডি.আর.এস বেগম রোকেয়া মিলনয়াতনে রংপুর বিভাগের ৮টি জেলা ও ৫৮টি উপজেলায় এলজিইডির চলমান ২৬টি প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে দিনব্যাপী পর্যালোচনা সভায় এলজিইডি’র প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান এসব কথা বলেন। এছাড়াও পিইডিপি-৪ সহ প্রাথমিক ও গণশিক্ষা কর্মসূচির আওতায় নির্মিতব্য ২৩২৪টি প্রাথমিক বিদ্যালয় এবং ৪টি পিটিআই ভবন নির্মাণের উপর গুরুত্ব আরোপ করা হয়। আলোচনা সভা শেষে এলজিইডি রংপুর বিভাগের পক্ষ থেকে এলজিইডি’র প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান এর হাতে ক্রেষ্ট তুলে দেওয়া হয়। এলজিইডি’র সূত্রে জানা গেছে, বিভাগে চলমান প্রায় আনুমানিক ১৫১৭কিমি সড়ক নির্মাণ, ১৪০৬কি মিঃ সড়ক রক্ষণাবেক্ষণ, ৫৮২১মি দৈর্ঘ্য ৩৬টি ব্রিজ নির্মাণ ও ৬২টি ব্রিজ মেরামতসহ বিভাগে চলমান ৪টি গ্রোথ সেন্টার,৪৩টি গ্রামীণ মার্কেট, বিভিন্ন পানি সম্পদ প্রকল্পের আওতায় ১৪কিমি বাধ নির্মাণ, ২৯কিমিঃ বাধ মেরামত, ৩টি সুইচ গেট/রেগুলেটর নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, ৫৫টি ইউনিয়ন ভূমি অফিস, ১৪টি উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজ চলোমান রয়েছে। সভায় এলজিইডি’র প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান এর সভাপতিত্বে এসময় এলজিইডি,র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলে উদ্দিন, রংপুর বিভাগ অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল মালেক সরকার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলি আখতার হোসেন, এ এন এম এনায়েত উল্লাহ, সদর দপ্তর ঢাকা তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুল ইসলাম, রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু মোঃ সাহরিয়ার, রংপুর নির্বাহী প্রকৌশলী রেজাউল হকসহ বিভাগের সকল নির্বাহী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন। এর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান ফিতা কেটে রংপুরে এলজিইডি’র হলরুম উদ্বোধন ও বৃক্ষ রোপন শেষে দোয়া মোনাজাত করা হয়। Share this:FacebookX Related posts: গোবিন্দগঞ্জে লম্পট লাজু মিয়ার বিচারের দাবিতে সড়ক অবরোধ রাণীশংকৈলে ঝুঁকিতে সেতু, থামছেই না বালু উত্তোলন রংপুরে কন্যা শিশুকে পানিতে চুবিয়ে হত্যা খাদ্য নিয়ে দরিদ্রদের বাড়ি-বাড়ি ছুটছেন মেয়র টুটুল রেলমন্ত্রীর নিজস্ব অর্থায়নে মাঠকর্মীদের মাঝে পিপিই বিতরণ বিরামপুরে ১৮০০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশী দেশে ফিরলো তিস্তার পানি আবারও বিপদসীমার উপরে কুড়িগ্রামে আবারো বন্যা পরিস্থিতির অবনতি পঞ্চগড়ে সারের বাফার গুদামের উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী লালমনিরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গুদামে আগুন বাড়িতে থেকেই নতুন বই পেল ২৫০ প্রতিবন্ধী শিশু SHARES Matched Content দেশের খবর বিষয়: অগ্রগতি ৭০ শতাংশ এগিয়েউন্নয়ন কার্যক্রমেরএলজিইডি’র