মাদক ও সন্ত্রাস বিরুদ্ধে গণসচেতনতাই সবার জন্য মঙ্গল: ড. মোমেন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১ নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি বলেছেন, মাদক বা সন্ত্রাস যেকোনো সময় যেকোনো ঘরে আস্তানা গড়তে পারে। আপনি বেশ ভালো চাকরি করেন, বেশ সম্মানী লোক, এজন্য আপনার বাড়িতে মাদক বা সন্ত্রাস ঢুকবে না, এমন চিন্তাই করবেন না। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে গণসচেতনতা, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে না বলাটা দেশের জন্য, আমার জন্য, সকলের জন্য মঙ্গল। কারণ, যে একবার সন্ত্রাসী হয়, তার জীবনের পরিণতি হয় বড় কঠোর। সে নিজের শত্রু, পরিবারের শত্রু, কমিউনিটির (সমাজের) শত্রু দেশের শত্রু। এমনকি তার মৃত্যুর সময় কেউ ধারে কাছে আসে না। সুতরাং, যারা তরুণ, অবশ্যই আপনারা সন্ত্রাসের বাইরে থাকবেন এবং মাদকের ধারে কাছে যাবেন না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিববর্ষ উপলক্ষে শুক্রবার সিলেটে র্যাব-৯ এর আয়োজনে অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী ‘হাফ ম্যারাথন’ শেষে পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন। এ সময র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, আমি জঙ্গিবাদ, সকল জঙ্গি, সকল সন্ত্রাসী এবং সকল মাদকাসক্ত, সকল মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ার করে দিতে চাচ্ছি, শুধুমাত্র আমরা যে জনমত গঠনের মাধ্যমে বলবো যে আপনারা (সুপথে) ফিরে আসেন ফিরে আসেন, তা কিন্তু নয়। আমরা কিন্তু আমাদের সাঁড়াশি অভিযানের মাধ্যমে জঙ্গিবাদী, সন্ত্রাসবাদী এবং মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী, মাদকব্যবসায়ীদেরকে সমূলে উৎপাটনের জন্যে আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে। জনসচেতনতামূলক এই র্যাব ফোর্সেস সিলেট হাফ ম্যারাথন-২০২১-এ ১০৫০ জন অ্যাথলেট অংশগ্রহণ করেন। নগরের ক্বিনব্রীজ মোড় থেকে এই ম্যারাথন শুরু হয়ে শুরু হয়ে শহরতলির লাক্কাতুরাস্থ সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে উপস্থিত সকলকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী শপথবাক্য পাঠন করেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্ণেল তোফায়েল মোস্তফা সরোয়ার। অনুষ্ঠানে বাউল কালা মিয়া, অভিনেতা ওমর সানী, রিয়াজ, সিয়াম, অভিনেত্রী মৌসুমী, মাহিয়া মাহি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি, এসএমপি কমিশনার নিশারুল আরিফ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আবু মুছা শরিফুল ইসলাম প্রমুখ। Share this:FacebookX Related posts: আইজিপি হচ্ছেন বেনজীর আহমেদ ছুটি বাড়ল ২৫ এপ্রিল পর্যন্ত বুড়িগঙ্গা সেতু ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩৮তম বিসিএসের ফল প্রকাশ: নিয়োগ পাচ্ছেন ২২০৪ জন ক্যাডার বাংলাদেশে আবিষ্কার করোনার টিকা ৬ মাসের মধ্যে বাজারে আনার আশা করোনায় ঢাকা বিভাগে বেশি প্রাণহানী আজ চন্দ্রগ্রহণ, জেনে নিন কখন যেখানে চিরনিদ্রায় শায়িত হলেন আল্লামা শফী করোনায় মৃত্যুর মিছিলে আরও ৩২ জন ‘উচ্ছেদ অভিযান দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যক্তির নয়’ নতুন বছরে ভেদাভেদ ভুলে জোরদার হোক ভ্রাতৃত্বের বন্ধন আয়েশা খানমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক SHARES Matched Content জাতীয় বিষয়: গণসচেতনতাইড. মোমেনমাদক ও সন্ত্রাস বিরুদ্ধেসবার জন্য মঙ্গল