বাড়িতে থেকেই নতুন বই পেল ২৫০ প্রতিবন্ধী শিশু

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও সদর উপজেলার ৩নং আকচা ইউনিয়নের আরএসডিও আনন্দ প্রতিবন্ধী স্কুল ও পূণর্বাসন কেন্দ্রে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে বই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

কার্যক্রমটি শুরু হয় গত ১ জানুয়ারি থেকে। শিশুদের সুরক্ষার কথা ভেবে প্রতিষ্ঠানটি প্রতিটি প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীর বাড়ি বাড়ি গিয়ে টানা ১২ দিন বই বিতরণ করেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আকচায় ২৫০জন প্রতিবন্ধী শিশুর বাড়ি বাড়ি গিয়ে শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষ বই বিতরণ করেছে।

১০ দিনের এই পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমে মোট প্রতিষ্ঠানটির ২৫০ জন প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীর মাঝে বই বিতরণ করা হয়।

বই বিতরণের সময় উপস্থিত ছিলেন আরএসডিও আনন্দ প্রতিবন্ধী স্কুল ও পূণর্বাসন কেন্দ্রের পরিচালক ইকলিমা খাতুন মিনা, স্কুলটির সকল শিক্ষক-শিক্ষিকাগণ।

নতুন বই পেয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীরা বলেন, আমরা করোনার কারনে স্কুলে গিয়ে নতুন বই নিতে পারছি না। কিন্তু এবারে আমাদের স্কুল এর শিক্ষক-শিক্ষিকাগণ আমাদের বাড়িতে এসে বই দিচ্ছে এতে আমরা অনেক খুশি। আমাদের এই সুবিধা দেওয়ার জন্য আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।