পরিকল্পিত উন্নয়নের জন্য সঠিক পরিসংখ্যান জরুরি -সিটি মেয়র দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১ আতিয়ার রহমান,খুলনা : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, দেশের পরিকল্পিত উন্নয়নর জন্য সঠিক পরিসংখ্যান জরুরি। আর এই চিন্তা থেকেই দেশ স্বাধীনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বাংলাদেশে প্রথম আদমশুমারি ও গৃহগণনা করার উদ্যোগ গ্রহণ করেন। সিটি মেয়র আসন্ন ‘জনশুমারি ও গৃহগণনা ২০২১’ কাজে নিয়োজিত সংশ্লিষ্টদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি। সিটি মেয়র গতকাল বৃহস্পতিবার সকালে খুলনা বিভাগীয় পরিসংখ্যান অফিসে দুই দিনব্যাপী ‘জনশুমানির ও গৃহগণনা ২০২১’ প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে জানানো হয়, পরিসংখ্যান আইন ২০১৩ অনুযায়ী আদমশুমারি ও গৃহগণনা এর নাম পরিবর্তন করে জনশুমারি ও গৃহগণনা’ করা হয়। দেশের ষষ্ঠ ‘জনশুমারি ও গৃহগণনা’ আগামী ২৫-৩১ অক্টোবর ২০২১ পরিচালনার সিদ্বান্ত হয়েছে। এ বারে মাল্টিমোড পদ্ধতি যেমন- আইসিআর প্রশ্নœপত্র, মোবাইল অ্যাপ, ড্রপ অ্যান্ড পিক, কল সেন্টার ইত্যাদি পদ্ধতি অবলম্বন করে জনশুমারিতে তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া এই শুমারিতে প্রথম ওহঃবমৎধঃবফ ঈবহংঁং গধহধমবসবহঃ ঝুংঃবস (ওঈগঝ) চালু হতে হচ্ছে, যার মাধ্যমে সমগ্র বাংলাদেশে শুমারি কাজে নিয়োজিত তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার, জোনাল অফিসার, উপজেলা শুমারি সমন্বয়কারী, জেলা শুমারি সমন্বয়কারী, বিভাগীয় শুমারি সমন্বয়কারীগণের নামসহ বিস্তারিত পরিচিতি এক ক্লিকেই জানা সম্ভব হবে যা শুমারি ব্যবস্থাপনায় অত্যন্ত কার্যকরী হবে। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মো. গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন রূপসার শ্রীফলতা ইউয়িন পরিষদের চেয়ারম্যান মোঃ ইসহাক সরদার। খুলনা জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপজেলা সমন্বয়কারী ও জোনাল অফিসারসহ মোট ৬০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। Share this:FacebookX Related posts: শিশুদের জন্য ওয়ার্ডভিত্তিক পৃথক বাজেট জনপ্রতিনিধিদের নিয়ে বেতার সংলাপে সিটি মেয়র সরকার শিশুস্বাস্থ্যের উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে -সিটি মেয়র সঠিকভাবে খাদ্যসামগ্রী বিতরণ করতে হবে -সিটি মেয়র খুলনায় ত্রাণ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না -সিটি মেয়র বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়া- সিটি মেয়র দেশে করোনাভাইরাস সংক্রমণ সহনীয় পর্যায়ে রয়েছে-সিটি মেয়র খুলনায় করোনা ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করলেন সিটি মেয়র শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪৯ টি ম্যান্ডাফ হাঁস উদ্ধার মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মৎস্য আহরণ শরণখোলায় জাল ও মাছসহ ট্রলার আটক খুলনায় যত্রতত্র পার্কিংয়ে দুর্ভোগ : বেহাল কেডিএ’র সোনাডাঙ্গা বাস টার্মিনাল শার্শা উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: পরিকল্পিত উন্নয়নের জন্যসঠিক পরিসংখ্যান জরুরিসিটি মেয়র