শিশুদের জন্য ওয়ার্ডভিত্তিক পৃথক বাজেট জনপ্রতিনিধিদের নিয়ে বেতার সংলাপে সিটি মেয়র দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০ আতিয়ার রহমান,খুলনা : আগামী অর্থবছর থেকে শিশুদের জন্য ওয়ার্ডভিত্তিক পৃথক বাজেট বরাদ্দের ঘোষণা দেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রমের আওতায় জনপ্রতিনিধিদের সাথে কৈশোর বেতার শ্রোতাক্লাবের সদস্যদের নিয়ে গতকাল মঙ্গলবার সকালে ‘বেতার সংলাপ’ শীর্ষক অনুষ্ঠানে সিটি মেয়র একথা বলেন। সিটি মেয়র আরও বলেন, আজকের যারা কিশোর-কিশোরী তারাই আগামীদিনের ভবিষ্যত। শিশু কিশোরদের যোগ্যভাবে গড়ে তোলার ওপরই নির্ভর করছে উন্নত বাংলাদেশ গড়ার সফল বাস্তবায়ন। সরকার দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি শিশু কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বছরের প্রথম দিনে বিনামূল্যে বই বিতরণসহ উল্লেখযোগ্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এসময় সিটি মেয়র বাল্যবিবাহ, শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। সভাপতিত্ব করেন খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক মোঃ বশির উদ্দিন। অন্যান্যের মধ্যে ছিলেন ইউনিসেফের শিশু সুরক্ষা কর্মকর্তা মমিনুন নেসা শিখা, শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক আনাতোর আমজাদ। স্বাগত জানান ইউনিসেফের কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট অফিসার উম্মে হালিমা।খুলনা বিভাগের শিশুশ্রম, শিশু বিবাহ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের ওপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন খুলনা বেতারের সহকারী পরিচালক মামুন আক্তার। বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও বেতার শ্রোতাক্লাবের সদস্যরা সংলাপে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানটি খুলনা বেতার সরাসরি সম্প্রসার করে। Share this:FacebookX Related posts: খুলনা সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্নপূরী স্কুলে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সরকার শিশুস্বাস্থ্যের উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে -সিটি মেয়র সঠিকভাবে খাদ্যসামগ্রী বিতরণ করতে হবে -সিটি মেয়র খুলনায় ত্রাণ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না -সিটি মেয়র বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়া- সিটি মেয়র দেশে করোনাভাইরাস সংক্রমণ সহনীয় পর্যায়ে রয়েছে-সিটি মেয়র পরিকল্পিত উন্নয়নের জন্য সঠিক পরিসংখ্যান জরুরি -সিটি মেয়র খুলনায় করোনা ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করলেন সিটি মেয়র খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক করোনা আতংকে খুমেক হাসপাতাল রোগী শুন্য ! বেনাপোল পুটখালী সীমান্ত থেকে শিশু সহ ৭ রোহিঙ্গা আটক পাইকগাছায় স্থায়ী ঠিকানা পাচ্ছে ২২০ ভূমিহীন পরিবার SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: ওয়ার্ডভিত্তিকজনপ্রতিনিধিপৃথক বাজেটবেতার সংলাপশিশুসিটি মেয়র