ঈশ্বরদীতে চুরি যাওয়া সাড়ে দশ লাখ টাকার সিগারেট উদ্ধার, গ্রেফতার ৪

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক : ঈশ্বরদী পৌর এলাকার মুলারামতলায় ইউনাইটেড ঢাকা টোবাকো কোম্পানীর লিমিটেডের ডিপো অফিসের স্টোর রুম হতে চুরি যাওয়া সিগারেটের মধ্যে ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সিগারেট উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি কাভার্ড ভ্যান, তালা ভাঙ্গা যন্ত্রসহ ৪ চোরকে গ্রেফতার হয়েছে।

আটককৃত আসামীরা হলো মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার মোতালেব (৩৮), শেরপুরের আঃ মমিন(২০), সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার আঃ রহমান (২৭), কুড়িগ্রামের রাজারহাট থানার দিপু রায় (২৩)।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার ( পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) গৌতম বিশ্বাস শনিবার ঈশ্বরদী থানায় এক প্রেস ব্রিফিং এ জানান, গত ৭ ফেব্রুয়ারি গভীর রাতে পৌর এলাকার মুলারামতলায় ইউনাইটেড ঢাকা টোবাকো কোম্পানির ডিপো হতে অজ্ঞাতনামা চোরেরা বিভিন্ন ব্রান্ডের ৬০ কার্টুন সিগারেট কাভার্ড ভ্যানে নিয়ে যায়।

এ ঘটনায় ৮ ফেব্রুয়ারি ঈশ্বরদী থানায় ৪৬১/৩৮০ পেনাল কোডে মামলা দায়ের হয়। সিসিটিভি ফুটেজ দেখে কাভার্ড ভ্যান সনাক্ত করে পুলিশ শেরপুর ও আশুলিয়ায় অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানসহ ২০ কার্টুন সিগারেট উদ্ধার করেছে।

গৌতম বিশ্বাস আরো জানান, এরা সকলেই আন্তঃজেলা চোর দলের সদস্য। অভিযান অব্যাহত রয়েছে, জড়িত অন্যান্যদের অবিলম্বে আটক করা হবে।

এসময় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী, ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) অরবিন্দ সরকার প্রমূখ কর্মকর্তা উপস্থিত ছিলেন ।