জমিতে সেচ দিতে গিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক : মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের বনগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের ২৫ জন আহত হয়েছেন।

শুক্রবার বিকালে এ ঘটনা ঘটেছে। গুরুত্বর আহতদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার বনগ্রামের জাহিদ বিশ্বাস ও তহিদুর রহমানের মধ্যে এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে শুক্রবার বিকালে জাহিদ বিশ্বাস পক্ষের তবিবুর রহমানর ছেলে মোক্তার জমির উপর দিয়ে সেচের জন্য ফিতা পাইপ টানাতে গেলে তহিদুর পক্ষের তুকা মিয়ার ছেলে ওমর আলী বাঁধা দিলে দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পযার্য়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের সমর্থকরা লাঠিসোঠা ও দেশীর অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। প্রায় ঘন্টা ব্যাপি সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়।

সংঘর্ষে গুরুত্বর আহতরা হলেন, ওবায়দুল্লাহ (২৩), শাহাজাহান (১৭), ইউনুস আলী (৫০), তবিবার (৬০), মুক্তার (২৫), জরিনা (৫০), লাভলী (২৬), বুলু বিশ্বাস (৩৫), শফিক মিয়া (৩০), রফিক (২৬), ছবিরোন নেছা (৫৫)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ও ওমর আলী (৪২) কে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষের সময় রাজাপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিজেদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ সংবাদ পেয়ে তাৎক্ষনিক পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। মামলার পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।