জমিতে সেচ দিতে গিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১ নিজস্ব প্রতিবেদক : মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের বনগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটেছে। গুরুত্বর আহতদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার বনগ্রামের জাহিদ বিশ্বাস ও তহিদুর রহমানের মধ্যে এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে শুক্রবার বিকালে জাহিদ বিশ্বাস পক্ষের তবিবুর রহমানর ছেলে মোক্তার জমির উপর দিয়ে সেচের জন্য ফিতা পাইপ টানাতে গেলে তহিদুর পক্ষের তুকা মিয়ার ছেলে ওমর আলী বাঁধা দিলে দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পযার্য়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের সমর্থকরা লাঠিসোঠা ও দেশীর অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। প্রায় ঘন্টা ব্যাপি সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়। সংঘর্ষে গুরুত্বর আহতরা হলেন, ওবায়দুল্লাহ (২৩), শাহাজাহান (১৭), ইউনুস আলী (৫০), তবিবার (৬০), মুক্তার (২৫), জরিনা (৫০), লাভলী (২৬), বুলু বিশ্বাস (৩৫), শফিক মিয়া (৩০), রফিক (২৬), ছবিরোন নেছা (৫৫)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ও ওমর আলী (৪২) কে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের সময় রাজাপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিজেদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ সংবাদ পেয়ে তাৎক্ষনিক পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। মামলার পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। Share this:FacebookX Related posts: খুলনা টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ যশোরের শার্শায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত : আহত ২০ মাগুরায় বন্দুকযুদ্ধে দুই ডাকাত সর্দার নিহত সরকার শিশুস্বাস্থ্যের উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে -সিটি মেয়র চিতলমারীতে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ মাদকের বিরুদ্ধে কথা বলায় সাংবাদিকের পরিবারের উপর হামলা: আহত-১ চিতলমারীতে একমাত্র ওয়্যারম্যান দিয়ে চলছে বিটিসিএল অফিস বেনাপোল ছোট ভাইয়ের ছুরিকাঘাত বড় ভাই আহত যাত্রীবাহীবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিহত ২ জেলা প্রশাসনের উদ্যোগে সংসদ সদস্যর রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত খুলনায় ভ্রাম্যমাণ আদালত মাস্ক না পরায় আটক অর্ধশত, ৮ জনকে জরিমানা চিতলমারীতে করোনা প্রতিরোধে স্থানীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক সভা SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: জমিতেদু’পক্ষের সংঘর্ষেনারীসহ আহত ৩০সেচ দিতে গিয়ে